ভারতের টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে জায়গা নেই হার্দিকের! থাকবেন রিঙ্কু-শিবম, কী জানালেন প্রাক্তন তারকা?

People's Reporter: ভেঙ্কটেশ প্রসাদ এক্স হ্যান্ডেলে লেখেন, স্পিনারদের বিরুদ্ধে শিবম দুবের দারুণ খেলছেন।
শিবম দুবে এবং হার্দিক পাণ্ডিয়া
শিবম দুবে এবং হার্দিক পাণ্ডিয়াছবি - সংগৃহীত
Published on

কয়েক মাস পরই শুরু হবে টি-২০ বিশ্বকাপ। বিসিসিআই-র নির্বাচক কমিটির নজরে রয়েছে আইপিএল-এর তরুণ ক্রিকেটারদের পারফর্ম্যান্স। তরুণদের মধ্যে দলে জায়গা হতে পারে শিবম দুবের। খেলতে পারেন রিঙ্কু সিংও। এমনটাই জানাচ্ছেন ভারতের প্রাক্তন তারুকা ভেঙ্কটেশ প্রসাদ। তবে তিনি দলে হার্দিক পাণ্ডিয়াকে রাখলেন না।

মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার পর থেকেই একের পর এক বিতর্কে জড়াচ্ছেন হার্দিক পাণ্ডিয়া। এমনকি আসন্ন টি-২০ বিশ্বকাপেও ভারতীয় দল থেকে বাদ পড়তে পারেন তিনি। তাঁর পরিবর্তে অন্য তারকা ব্যাটারকে দলে নেওয়া হতে পারে। তবে এখনই কিছু চূড়ান্ত হয়নি।

ভেঙ্কটেশ প্রসাদ এক্স হ্যান্ডেলে লেখেন, 'স্পিনারদের বিরুদ্ধে শিবম দুবে দারুণ খেলছেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সেরা ব্যাটার হিসেবে সূর্যকে রাখা হবে এবং ব্যতিক্রমী ফিনিশিং-র ক্ষমতা রয়েছে রিঙ্কু সিং-র। এটা খুব ভালো হবে যদি টি-২০ বিশ্বকাপের প্রথম একাদশেই এই তিন ব্যাটারকে সুযোগ দেওয়া হয়। বিরাট এবং রোহিতকেও রাখতে হবে। পাশাপাশি একজন উইকেটকিপার ব্যাটসম্যান দরকার'।

বিরাট, রোহিত থাকলেও কে এল রাহুল, শ্রেয়স আইয়ার এবং হার্দিক পাণ্ডিয়ার নাম নেননি ভেঙ্কটেশ। উইকেট কিপার ব্যাটার হিসেবে কে খেলতে পারেন তাও উল্লেখ করেননি তিনি।

উল্লেখ্য, চলতি আইপিএলে চেন্নাইয়ের হয়ে দুরন্ত ছন্দে আছেন শিবম দুবে। ১৬০ স্ট্রাইক রেটে ব্যাট করছেন তিনি। ৫ ম্যাচে ইতিমধ্যেই ১৫০-র অধিক রান করেছেন তিনি। ফলে মিডল ওর্ডারের জন্য নজর রাখা হচ্ছে তাঁকে। নজরে আছেন রিঙ্কু সিং-ও।

শিবম দুবে এবং হার্দিক পাণ্ডিয়া
UEFA Champions League: বায়ার্নের বিরুদ্ধে ড্র আর্সেনালের, রিয়েল-সিটি ম্যাচও অমীমাংসিত
শিবম দুবে এবং হার্দিক পাণ্ডিয়া
David: আই লিগ জয়ী মহামেডানের গোলমেশিনকে নিচ্ছে ইস্টবেঙ্গল!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in