FA Cup: ৫ গোল হলান্ডের! এফএ কাপের শেষ আটে ম্যান সিটি

People's Reporter: গত দেড় বছরে আট বার হ্যাট্রিক করলেন আর্লিং হলান্ড। আর্লিং হলান্ডই ম্যানচেস্টার সিটির প্রথম প্লেয়ার যিনি দু'বার একাই পাঁচ গোল করেছেন।
আর্লিং হাল্যান্ড
আর্লিং হাল্যান্ডছবি - এফ এ কাপের এক্স হ্যান্ডেল
Published on

এফ এ কাপের শেষ আটে উঠলো ম্যানচেস্টার সিটি। আর সেই ম্যাচে একাই পাঁচ গোল করলেন আর্লিং হলান্ড। এই নিয়ে গত দেড় বছরে আট বার হ্যাট্রিক করলেন আর্লিং হলান্ড। আর্লিং হলান্ডই ম্যানচেস্টার সিটির প্রথম প্লেয়ার যিনি দু'বার একাই পাঁচ গোল করেছেন।

২৬ ফেব্রুয়ারি থেকে এফ এ কাপের পঞ্চম রাউন্ড শুরু হয়েছে। শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। মঙ্গলবার মধ্যরাতে লাউটন সিটির মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি। সেই ৬-২ ব্যবধানে লাউটনকে উড়িয়ে দেয় ম্যান সিটি। যার মধ্যে আর্লিং হলান্ড একাই করেন ৫টি গোল।

প্রথমার্ধেই হ্যাট্রিক করে ফেলেন এই তারকা প্লেয়ার। ৩ মিনিট, ১৮ মিনিট, ৪০ মিনিটে প্রথম ৩টি গোল করেন। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে এবং ৫৮ মিনিটে বাকি দুটি গোল করেন হলান্ড। ৭২ মিনিটে দলের ষষ্ঠ গোল করেন মাতেও কোভাচিচ। লাউটন সিটির হয়ে ২টি গোল করেন জর্ডান ক্লার্ক।

ম্যাচ শেষে হলান্ড বলেন, 'আমার ফিটনেস আবার ফিরে এসেছে। এতগুলো গোল করে খুব ভালো লাগছে। সবথেকে বেশি আনন্দিত দলকে জেতাতে পেরে'।

পঞ্চম রাউন্ডের অন্য তিনটি ম্যাচে মেডস্টোন ইউনাইটেডকে ৫-০ ব্যবধানে হারায় কোভেন্ট্রি। বোর্নমাউথকে ১-০ গোলে হারিয়েছে লিয়েস্টার সিটি। ব্ল্যাকবার্ন রোভার্সকে ৩-৪ ব্যবধানে পেনাল্টিতে হারায় নিউক্যাসেল।

পরবর্তী চারটে ম্যাচ রয়েছে বুধবার মধ্যরাতে। লিডস ইউনাইটেড খেলবে চেলসির বিরুদ্ধে। নটম ফরেস্টের সামনে ম্যানচেস্টার ইউনাইটেড। লিভারপুলের প্রতিপক্ষ সাউদাম্পটন এবং উলভস খেলবে ব্রিগটনের বিরুদ্ধে।

আর্লিং হাল্যান্ড
Hanuma Vihari: 'আত্মসম্মান আগে' - রঞ্জিতে 'রাজনীতির শিকার' হয়ে রাজ্য ছাড়লেন এই ক্রিকেটার!
আর্লিং হাল্যান্ড
East Bengal: ফিরহাদ, অরূপের উপস্থিতিতে সুপার কাপ জয়ী লাল-হলুদ টিমকে লক্ষ লক্ষ টাকা পুরস্কার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in