Babar Azam: দুর্দান্ত সেঞ্চুরি! রোহিতকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে বড় রেকর্ড বাবর আজমের

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে তিনটি সেঞ্চুরির নজির গড়লেন বাবর। পেছনে ফেললেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা, সুইজারল্যান্ডের ফাহিম নাজিরকে।
বাবর আজম
বাবর আজমফাইল ছবি

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করলেন বাবর আজম। অনবদ্য এই সেঞ্চুরির মাধ্যমে রেকর্ড বুক ঢেলে সাজালেন পাক অধিনায়ক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে তিনটি সেঞ্চুরির নজির গড়লেন বাবর। পেছনে ফেললেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা, সুইজারল্যান্ডের ফাহিম নাজিরকে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৮ বলে ১০১ রানে অপরাজিত ছিলেন বাবর। ১১টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারির মাধ্যমে নিজের ইনিংস সাজান তিনি। অধিনায়ক হিসেবে তৃতীয় সেঞ্চুরি করে নজিরও গড়েন। রোহিত শর্মা এবং ফাহিম নাজিরের সাথে যৌথভাবে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ দুটি সেঞ্চুরির মালিক ছিলেন বাবর। এদিন এককভাবে শীর্ষস্থান দখল করলেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ চারটি সেঞ্চুরি রয়েছে রোহিত শর্মার। বাবরের সেঞ্চুরির সংখ্যা তিনটি। গতকাল শতরান করে বাবর যোগ দিলেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, ভারতের সূর্যকুমার যাদব, নিউজিল্যান্ডের কলিন মুনরো এবং সুইজারল্যান্ডের সাবাউন দাভিজির দলে।

পাশাপাশি, ঘরোয়া এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলিয়ে সেঞ্চুরির নিরিখে বাবর উঠে এলেন দ্বিতীয় স্থানে। এটি তাঁর নবম শতরান টি-টোয়েন্টিতে। এই নিরিখে তিনি পেছনে ফেললেন তিন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ এবং মাইকেল ক্লিঙ্গারকে। ২২টি সেঞ্চুরি করে এই তালিকায় সবার ওপরে ক্রিস গেইল।

বাবর আজম
IPL 2023: টানা ৫ ম্যাচে হার দিল্লির, ধারাভাষ্য দিতে গিয়ে সৌরভকে কটাক্ষ শাস্ত্রীর!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in