Vinesh Phogat: "মায়ের স্বপ্ন, আমার সাহস সব শেষ, বিদায় কুস্তি" - অবসর ঘোষণা ভীনেশ ফোগটের

People's Reporter: বৃহস্পতিবার ভোরে এক্স-এ ভীনেশ লেখেন, “মা, কুস্তি আমার কাছে জিতে গিয়েছে। আমি হেরে গিয়েছি। আমায় ক্ষমা করো। তোমার স্বপ্ন, আমার সাহস সব শেষ হয়ে গিয়েছে। বিদায় কুস্তি ২০০১-২০২৪।“
অবসর ঘোষণা ভীনেশ ফোগটের
অবসর ঘোষণা ভীনেশ ফোগটেরফাইল ছবি
Published on

অবসর ঘোষণা করলেন ভীনেশ ফোগাট। প্যারিস অলিম্পিক্সের ফাইনাল থেকে তাঁর ডিসকোয়ালিফিকেশন মেনে নিতে পারেননি তারকা কুস্তীগির। তাই কুস্তি থেকেই পুরোপুরি সরে গেলেন তিনি। তাঁর কথায়, কুস্তি জিতে গেছে তাঁর কাছে।

বৃহস্পতিবার ভোরে নিজের এক্স হ্যান্ডেলে ভীনেশ লেখেন, “মা, কুস্তি আমার কাছে জিতে গিয়েছে। আমি হেরে গিয়েছি। আমায় ক্ষমা করো। তোমার স্বপ্ন, আমার সাহস সব শেষ হয়ে গিয়েছে। বিদায় কুস্তি ২০০১-২০২৪। সবসময় তোমার কাছে ঋণী হয়ে থাকবো।“

মঙ্গলবার ব্যাক টু ব্যাক প্রি-কোয়ার্টার, কোয়ার্টার এবং সেমি ফাইনাল খেলে ফাইনালে (৫০ কেজি বিভাগে) ওঠেন ভারতের তারকা কুস্তীগির ভীনেশ ফোগাট। প্রথম ভারতীয় মহিলা কুস্তীগির হিসেবে অলিম্পিক্সের ফাইনালে ওঠার রেকর্ডও গড়েছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার রাতারাতি তাঁর ওজন এক কেজি বেড়ে যায়। ওজন কমানোর জন্য রাতভর সাইক্লিং, জগিং করেন ভিনেশ। সারারাত জল খাননি। শরীর থেকে রক্ত বের করে দেন। চুল ছেঁটে দেন। ছোট পোশাকও পরেন। কিন্তু তার পরেও ১০০ গ্রাম ওজন বেশি থেকে যায়। বুধবার সকালে অলিম্পিক্স সংস্থা জানায়, ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় ডিসকোয়ালিফাই করা হয়েছে ভীনেশকে।

অলিম্পিক্স সংস্থার এই সিদ্ধান্তে ভেঙে পড়েন ভীনেশ। এর উপর রাতভর পরিশ্রম এবং শরীরে জলের ঘাটতি থাকায় অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে ভর্তি করাতে হয় তাঁকে।

বুধবার রাতে একটু সুস্থ হলে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে রুপোর দাবী জানিয়ে আবেদন করেন ভীনেশ। তাঁর দাবী, মঙ্গলবার সেমি ফাইনাল খেলার সময় ওজন নিয়ে কোনও সমস্যা ছিল না এবং সেই খেলা ইয়িনি জিতেছেন। তাহলে তাঁকে অন্তত রুপো দেওয়া উচিত। 

বৃহস্পতিবার অর্থাৎ আজ এই আবেদনের রায় আসার কথা। কিন্তু তার আগেই অবসর ঘোষণা করলেন ভীনেশ।

অবসর ঘোষণা ভীনেশ ফোগটের
Paris Olympics 24: 'ভিনেশ এই ভুল করতে পারে না, এটি নাশকতা হতে পারে' - ক্ষুব্ধ পদকজয়ীরা
অবসর ঘোষণা ভীনেশ ফোগটের
Paris Olympics 24: ভীনেশকে বাতিল নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে, ষড়যন্ত্রের অভিযোগ 'ইন্ডিয়া' মঞ্চের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in