Neeraj Chopra: দোহা ডায়মন্ড লীগে সোনা জিতলেন 'সোনার ছেলে' নীরজ চোপড়া

সুহেম বিন হামাদ স্টেডিয়ামে প্রথম বারেই তিনি জ্যাভলিন ছোড়েন ৮৮.৬৭ মিটার। এই থ্রো-ই তাঁকে শেষপর্যন্ত সোনা এনে দেয়।
নীরজ চোপড়া
নীরজ চোপড়াছবি - নীরজ চোপড়ার ট্যুইটার

আরও একবার সোনা জিতলেন 'সোনার ছেলে' নীরজ চোপড়া। দোহা ডায়মন্ড লীগে সোনা জিতলেন টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী জ্যাভলার। ৮৮.৬৭ মিটার জ্যাভলিন থ্রো করে ০.০৪ মিটারের ব্যবধানে সোনা জিতলেন ভারতীয় তারকা। টোকিও অলিম্পিক্সে নীরজের প্রতিপক্ষ ইয়াকুব ভাদলেচ এবারও সন্তুষ্ট থেকেছেন রূপো নিয়েই।

গতবছর প্রথম ভারতীয় হিসেবে ডায়মন্ড লীগে পদক জিতেছিলেন নীরজ। গতবারের চ্যাম্পিয়ন এবারও তাঁর খেতাব ধরে রাখলেন। সুহেম বিন হামাদ স্টেডিয়ামে প্রথম বারেই তিনি জ্যাভলিন ছোড়েন ৮৮.৬৭ মিটার। এই থ্রো-ই তাঁকে শেষপর্যন্ত সোনা এনে দেয়।

২০১৭ এবং ২০১৮ সালে ডায়মন্ড লীগের ফাইনাল খেলেছিলেন নীরজ। তবে দু'বারই তিনি প্রথম পাঁচের মধ্যে শেষ করতে পারেননি। এই মঞ্চে নীরজ নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন ২০২২ সালে লুজান এবং জুরিখ ডায়মন্ড লীগে। যার মধ্যে জুরিখে সোনা জেতেন তিনি। এবার দোহাতেও এলো সোনা।

সোনা জয়ের পর ডায়মন্ড লীগের ওয়েবসাইটে নীরজ বলেন, "এমন একটা সাফল্য পেয়ে আনন্দিত। তবে এখনও নিজের সেরা ফর্মে পৌঁছতে পারিনি। তবে এই সোনা আমাকে অবশ্যই লক্ষ্যপূরণের পথে এগিয়ে নিয়ে যাবে।"

নীরজের এদিন প্রথম তিনটি থ্রো ছিল যথাক্রমে ৮৮.৬৭ মিটার, ৮৬.০৪ মিটার, ৮৫. ৪৭ মিটারের। চতুর্থ থ্রোটি ফাউল হয়। পঞ্চম এবং ষষ্ঠ থ্রো ছিল যথাক্রমে ৮৪.৩৭ মিটার এবং ৮৬.৫২ মিটারের। প্রথম থ্রোয়ের লীড ধরে রেখেই জয় পান নীরজ। ৮৮.৬৩ মিটার থ্রো করে রূপো জেতেন টোকিও অলিম্পিক্সে রুপোজয়ী ইয়াকুব ভ্যাডলেচ। ৮৫.৮৮ মিটার থ্রো করে ব্রোঞ্জ জেতেন অ্যান্ডারসন পিটার্স।

নীরজ চোপড়া
Madrid Open : ম্যাথু এবডেনকে সঙ্গী করে মাদ্রিদ ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন রোহন বোপান্না

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in