ICC Women's T20 WC: "সেরা দল নিয়ে যাচ্ছি..." - মহিলা টি-২০ বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী ভারত অধিনায়ক
আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে নামার আগে আত্মবিশ্বাসী ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। সেরা দল নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছেন বলে দাবি করেছেন তিনি।
আগামী ৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ। এবারে আয়োজক বাংলাদেশ। তবে ভারতের প্রতিবেশী রাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতির অবনতি হওয়ায় বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরশাহিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিদেশে পাড়ি জমানোর আগে নিজের দল নিয়ে আত্মবিশ্বাসের সুর শোনা গেল অধিনায়ক হরমনপ্রীতের গলায়।
হরমনপ্রীত বলেন, “সেরা টিম নিয়ে বিশ্বকাপে যাচ্ছি। যে কোনও দলকে হারানোর ক্ষমতা রয়েছে আমাদের। সেটা অস্ট্রেলিয়া হোক কি ইংল্যান্ড। গতবার আমরা সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিলাম। সেটা এবারে করতে চাই না। সবরকম প্রস্তুতি নিয়েই খেলতে যাচ্ছি আমরা। এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার কাছে পরাজিত হই আমরা। সেই ম্যাচ থেকে অনেক ভুল সংশোধন করেছি”।
মোট ১০টা দেশ যোগ্যতা অর্জন করেছে টি-২০ বিশ্বকাপ খেলার জন্য। যার মধ্যে গ্রুপ এ–তে আছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। অন্যদিকে গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ।
একনজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপ পর্বে ভারতের ম্যাচ :
ভারত –
বনাম নিউজিল্যান্ড, ৪ অক্টোবর, সন্ধ্যা ৭.৩০টা।
বনাম পাকিস্তান, ৬ অক্টোবর, দুপুর ৩.৩০টে।
বনাম শ্রীলঙ্কা, ৯ অক্টোবর, সন্ধ্যা ৭.৩০টা।
বনাম অস্ট্রেলিয়া, ১৩ অক্টোবর, সন্ধ্যা ৭.৩০টা।
প্রথম সেমিফাইনাল হবে ১৭ অক্টোবর। দ্বিতীয়টি হবে ১৮ অক্টোবর। ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর। নকআউট ম্যাচগুলি ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০টা থেকে শুরু হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন