Goa: কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডি কুনহা

কংগ্রেসে যোগ দিলেন খ্যাতনামা প্রাক্তন আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড় অ্যালভিটো ডি কুনহা। সোমবার গোয়ায় তিনি আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন। আগামী ২০২২ সালে গোয়া বিধানসভার নির্বাচন।
আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন অ্যালভিটো ডি কুনহা
আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন অ্যালভিটো ডি কুনহা ছবি গোয়া প্রদেশ কংগ্রেস সেবাদলের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

কংগ্রেসে যোগ দিলেন খ্যাতনামা প্রাক্তন আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড় অ্যালভিটো ডি কুনহা। সোমবার গোয়ায় তিনি আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন। আগামী ২০২২ সালে গোয়া বিধানসভার নির্বাচন।

১৯৯৭ থেকে ২০১৬ – দীর্ঘ ১৯ বছরের ফুটবল কেরিয়ারে ক্লাবের হয়ে ২৩২টি ম্যাচ খেলেছেন ডি কুনহা। জার মধ্যে ১৫৯টি ম্যাচ খেলেছেন ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি গায়ে। গোয়ার এই ফুটবলার ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছেন ২৩টি।

অ্যালভিটো ডি কুনহার দলে যোগ দেওয়া প্রসঙ্গে গোয়া রাজ্য কংগ্রেস সভাপতি গিরিশ চোদানকর জানিয়েছেন, তিনি ইস্টবেঙ্গল ক্লাবের প্রতি দায়বদ্ধ ছিলেন। জীবনে দায়বদ্ধতা এক গুরুত্বপূর্ণ বিষয়। রাজনীতিবিদদের অ্যালভিটোর থেকে শেখা উচিত। বর্তমানে আমরা দেখছি কীভাবে বিধায়করা ইঁদুরের মত লাফিয়ে লাফিয়ে দলবদল করছে।

এদিন কংগ্রেসের তেরঙ্গা পতাকার অনুকরণে অ্যালভিটোর হাতে এক জার্সি তুলে দেওয়া হয়।

অ্যালভিটোর কংগ্রেসে যোগদান প্রসঙ্গে গোয়ার কংগ্রেস নেতা এলভিস গোমস জানান, আমরা খুবই আনন্দিত যে একজন শীর্ষ ক্রীড়াবিদ আমাদের দলে যোগ দিয়েছেন। অ্যালভিটো ‘মেড ইন গোয়া’, যিনি কলকাতায় খেলে গোয়ার নাম উজ্জ্বল করেছেন। যেখানে তিনি ১৫ বছর ধরে ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন।

- with inputs from IANS

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in