বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেনসের বিপক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিধ্বংসী ইনিংস খেললেন ম্যাক্সওয়েল
বিগ ব্যাশে ব্যাট হাতে তান্ডব চালালেন গ্লেন ম্যাক্সওয়েল। মেলবোর্ন স্টার্সের হয়ে ওপেন করতে নেমে ৬৪ টি বলে অপরাজিত ১৫৪* রানের বিধ্বংসী ইনিংস খেললেন এই অজি অলরাউন্ডার। তাঁর ইনিংসে রয়েছে ২২ টি বাউন্ডারি এবং ৪ টি ওভার বাউন্ডারি। এই অনবদ্য ইনিংস খেলে বিগ ব্যাশে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক এখন ম্যাক্সওয়েল। সেইসঙ্গে 'ম্যাড ম্যাক্স'-এর বিধ্বংসী ইনিংসে ভর করে বিগ ব্যাশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২৭৩ রান) তুলেছে মেলবোর্ন স্টার্স।
এতদিন বিগ ব্যাশে ব্যাক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস ছিলো মার্কাস স্টয়নিসের দখলে। সিডনি সিক্সার্সের বিপক্ষে ২০২০ সালে ১৪৭* রান করে অপরাজিত ছিলেন স্টয়নিস। বুধবার হোবার্ট হ্যারিকেনসের বিপক্ষে স্টয়নিসকে টপকে গেলেন তাঁরই সতীর্থ ম্যাক্সওয়েল। পাশাপাশি সিডনি থান্ডার্সের ২৩২ রানের সর্বোচ্চ দলীয় সংগ্রহকে টপকে ২৭৩ রানের ইনিংস খেলে নজির গড়লো মেলবোর্ন স্টার্স।
মেলবোর্নে টসে জিতে এই ম্যাচে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় হ্যারিকেনস। প্রথম দফায় ব্যাট করতে নেমে শুরুটা দুরন্ত করেন ম্যাক্সওয়েল ও জো ক্লার্ক। ক্লার্ক ১৮ বলে ৩৫ রান করে ফিরে যান। তিন নম্বরে ব্যাট করতে নেমে লারকিন ৭ বলে মাত্র ৩ রান করেন। তবে এরপর আর ফিরে তাকাতে হয়নি। মার্কাস স্টয়নিসকে সঙ্গে নিয়ে বিধ্বংসী মেজাজে ব্যাট করতে থাকেন ম্যাক্সওয়েল। পাশাপাশি ব্যাট হাতে আগুন ঝরান স্টয়নিসও। ৪ টি বাউন্ডারি এবং ৬ টি ওভার বাউন্ডারির মাধ্যমে ৩১ বলে ৭৫* রানে অপরাজিত থাকেন তিনি।
মেলবোর্ন স্টার্সের দেওয়া ২৭৪ রানের লক্ষ্য মাত্রা তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রানই সংগ্রহ করতে পেরেছে হোবার্ট হ্যারিকেনস। বেন ম্যাকডেরমট(৫৫) ও আর্সি শট(৪১*) ছাড়া কোনো ব্যাটার বিশেষ কিছু করে দেখাতে পারেননি। ১০৬ রানে বড় জয় তুলে নেয় মেলবোর্ন স্টার্সেরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন