গিল দেশের হয়ে তিন ফর্ম্যাটেই খেলছে, আর শ এখনও আইপিএলে! পৃথ্বীর ওপর বেজায় চটলেন শেহওয়াগ

ক্রিকবাজকে শেহওয়াগ জানান, "সে অনেকবার এই ধরনের শট খেলে আউট হয়েছে। কিন্তু তাঁর ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত, তাই নয় কি?"
পৃথ্বীর ওপর বেজায় চটলেন শেহওয়াগ
পৃথ্বীর ওপর বেজায় চটলেন শেহওয়াগগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

চলতি আইপিএলে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছে দিল্লি ক্যাপিটালস। ডেভিড ওয়ার্নারদের খেতাব জিততে গেলে দলের বেশ কয়েকটি জায়গায় উন্নতি করতে হবে। তার মধ্যে একটি প্রধান জায়গা হলো টপ অর্ডারের ব্যাটিং। পৃথ্বী শ-র থেকে বড় প্রত্যাশা রয়েছে ক্যাপিটালসের। কিন্তু পৃথ্বী সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছেন। গুজরাটের বিপক্ষে ম্যাচের পর পৃথ্বীর ওপর বেজায় চটলেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ। শুবমান গিলের তুলনা টেনে বকলেন পৃথ্বীকে।

২০১৮ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে পৃথ্বী শ-এর সতীর্থ ছিলেন শুবমান গিল। সেই শুবমান এখন ভারতীয় দলের তিন ফর্ম্যাটেই খেলছেন। নিয়মিত রানও করছেন। দলের অন্যতম ভরসা হয়ে দাঁড়িয়েছেন পাঞ্জাবের এই ক্রিকেটার। অন্যদিকে পৃথ্বী নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। ঘরোয়া ক্রিকেটে রান পেলেও আইপিএলের মঞ্চে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হচ্ছেন।

ক্রিকবাজকে শেহওয়াগ জানান, "সে অনেকবার এই ধরনের শট খেলে আউট হয়েছে। কিন্তু তাঁর ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত, তাই নয় কি?"

এরপর বীরু বলেন, "শুবমান গিলকে দেখুন, যিনি তাঁর (পৃথ্বী শ) সঙ্গে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলেছেন এবং এখন ভারতের হয়ে টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি খেলছে। কিন্তু শ এখনও আইপিএলে লড়াই করছে। তাঁকে এই আইপিএল প্ল্যাটফর্মের সবচেয়ে বেশি ব্যবহার করতে হবে এবং রান করতে হবে।"

রুতুরাজ গায়কোয়াড়েরও তুলনা আনেন শেহওয়াগ। তিনি বলেন, "আইপিএলের এক মরশুমে ৬০০ রান করেন রুতুরাজ গায়কোয়াড়। দ্রুত রান করেন শুভমন গিলও। তাই শ-কেও তার আইপিএলের রান সংখ্যা দ্রুত বাড়াতে হবে।"

পৃথ্বী শ প্রথম দুই ম্যাচের দুটি'তেই ব্যর্থ হয়েছেন। প্রথম ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে ১২ রান করে ফেরেন। দ্বিতীয় ম্যাচে গুজরাটের বিপক্ষে করেন ৭ রান। দিল্লির পরবর্তী ম্যাচ রয়েছে ৮ এপ্রিল। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। এই ম্যাচে পৃথ্বী কেমন প্রদর্শন করেন, তা সময়ই বলবে।

পৃথ্বীর ওপর বেজায় চটলেন শেহওয়াগ
IPL 2023: সাকিবের পরিবর্তে মারকুটে ব্রিটিশ ওপেনারকে দলে নিলো নাইট রাইডার্স

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in