PSG-তে যোগ দিলেন ইতালিকে ইউরো জেতানো গোলরক্ষক জিয়ানলুইজি ডোন্নারুমা

১৬ বছর বয়সেই এসি মিলানে যোগ দেন ডোন্নারুমা। ২০১৬ সালে ১৭ বছর বয়সেই জাতীয় দলে অভিষেক ঘটে তাঁর। ২০১৮ সালে ইতালি বিশ্বকাপের মূল পর্বে জায়গা হয়নি। তাই ২০২০ সালে ইউরোর মঞ্চে নিজের জাত চিনিয়েছেন।
জিয়ানলুইজি ডোন্নারুমা
জিয়ানলুইজি ডোন্নারুমাফাইল ছবি

ইতালিকে ইউরো জেতানো গোলরক্ষক জিয়ানলুইজি ডোন্নারুমা যোগ দিলেন পিএসজিতে। ফ্রেঞ্চ কাপ লিগ ওয়ান জায়ান্ট প্যারিস সাঁ জার্মেইনের সাথে পাঁচ বছরের চুক্তি স্বাক্ষর করলেন তিনি। ২২ বছর বয়সী তারকা ২০২৬ সাল পর্যন্ত খেলবেন পার্ক দেস প্রিন্সেসে।

মাত্র ১৬ বছর বয়সেই এসি মিলানে যোগ দেন ডোন্নারুমা। ২০১৬ সালে ১৭ বছর বয়সেই জাতীয় দলে অভিষেক ঘটে তাঁর। ২০১৮ সালে ইতালি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে পারেনি। তাই ২০২০ সালে ইউরোর মঞ্চে নিজের জাত চিনিয়েছেন। গোল পোস্টের নীচে মানচিনির দলের হয়ে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন ডোন্নারুমা। আজ্জুরিরা মনে করেছেন ডোন্নারুমাই তাঁদের কিংবদন্তী জিয়ানলুইজি বুফনের যোগ্য উত্তরসূরী।

ইউরোর গ্রুপ পর্বে ইতালিকে একটিও গোল হজম করতে হয়নি। তার কারণ এই ডোন্নারুমাই। ফাইনালে টাইব্রেকারে ইংল্যান্ডের জ্যাডন স্যাঞ্চো এবং বুকায়ো সাকার স্পট কিক আটকে ২৬ বছর পর ইতালিকে দ্বিতীয় শিরোপা জিতিয়েছেন তিন। গোলরক্ষক হয়েও জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার।

এসি মিলানের সাথে সাত বছর কাটিয়েছেন ডোন্নারুমা। গত মরশুমে দলকে পাইয়ে দিয়েছেন চ্যাম্পিয়নস লীগের টিকিটও। ইউরোর আগেই ইতালির ক্লাবটির সাথে চুক্তি শেষ হয়েছিলো তাঁর। ফ্রী এজেন্ট হিসেবেই ছিলেন তিনি। এবার তারকা গোলরক্ষককে বড় চুক্তিতে নিজেদের দলে টেনে নিলেন নাসের আল খেলাইফি। কয়েকদিন আগেই রিয়েল সেনসেশন সার্জিও রামোসের সাথে দু'বছরের চুক্তি করেছে প্যারিসের ক্লাবটি। এবার নতুন মরশুমে ডোন্নারুমা নামের আরও এক প্রতিভাকে দলে টানলো।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in