আন্তর্জাতিক ফুটবল জীবনকে বিদায় জানালেনে জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার। ১৫ বছর পর দেশের হয়ে গ্লাভস জোড়া তুলে রাখলেন তিনি। তবে ক্লাব ফুটবল থেকে অবসর নেননি তিনি।
বুধবার আচমকাই নিজের অবসর ঘোষণা করেন ন্যুয়ার। তিনি জানান, "যাঁরা আমাকে চেনেন তাঁরা সবাই জানেন যে এই সিদ্ধান্তটি আমার পক্ষে সহজ ছিল না। আমি শারীরিকভাবে সুস্থই আছি। ফলে ২০২৬ বিশ্বকাপ খেলতেই পারতাম। কিন্তু ভেবে দেখলাম আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার এটাই ভালো সময়। আমি এবার শুধু বায়ার্ন মিউনিখেই খেলব"।
তিনি আরও জানান, একটা সময় সকলেরই আসে যখন চলে যেতে হয়। তাই আমি বেশি ভাবিনি। দ্রুতই সিদ্ধান্ত গ্রহণ করেছি।
২০০৪ সাল থেকে জার্মানির হয়ে খেলা শুরু করেন ন্যুয়ার। ২০০৪ সালে জার্মানির অনূর্ধ্ব-১৮ বিভাগের দলে ছিলেন তিনি। এরপর অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২০, অনূর্ধ্ব-২১ এবং জাতীয় দলে খেলেন ন্যুয়ার। ২০০৯ সালে জার্মানির সিনিয়র দলে অভিষেক হয় ম্যানুয়েলের। দেশের হয় ১২৪টি ম্যাচ খেলেছেন তিনি। ২০১৪ সালে জার্মানি বিশ্বকাপ জেতে। সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ন্যুয়ার। গোল্ডেন গ্লাভস জিতেছিলেন তিনি।