

অবশেষে ২০২৪-২৫ মরসুমের আইএসএল-এর জন্য বাংলার মহামেডান স্পোর্টিং ক্লাবের নাম ঘোষণা করলো এফএসডিএল। এর ফলে বাংলার ৩ প্রধানই এখন আইএসএলে। মোহনবাগান আর ইস্টবেঙ্গলের মত মহামেডানও ভারতের এক নম্বর ফুটবল টুর্নামেন্টে খেলবে।
ইস্টবেঙ্গল আর মোহনবাগান সরাসরি এসেছে আইএসএলে। আর মহামেডান এলো আই লিগ চ্যাম্পিয়ন হয়ে। ফলে আইএসএলে ক্লাবের সংখ্যা দাঁড়াবে ১৩। ২০২৩-২৪ আই-লিগ শিরোপা জয়ের পর, মহামেডান দ্বিতীয় ক্লাব হিসেবে আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। এর আগে যোগ্যতা অর্জন করেছিল পাঞ্জাব এফসি।
গত মরসুমে ১৩ দলের আই লিগে ২৪টি ম্যাচে ১৫টি জয় ও সাতটি ড্র-সহ মোট ৫২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় মহামেডান স্পোর্টিং। এই সাফল্যের ফলেই এবার আইএসএলে খেলবে তারা। ইতিমধ্যেই মহামেডান আইএসএলে নামার জন্য ভালো দল গঠন করা শুরু করেছে। ব্যাঙ্করহিলের সঙ্গে রাহুল টোডির শ্রাচি গ্রুপ ইনভেস্টর হিসেবে থাকছে।
তবে মহামেডান তাঁদের হোম ম্যাচ কোথায় খেলবে সেটা স্পষ্ট নয়। কারণ এক শহরের ৩ প্রধান যুবভারতীতে খেললে আয়োজকদের সমস্যা হবে। আর কিশোরভারতী এখনও আইএসএল ম্যাচ করার উপযুক্ত নয়। আগামী সেপ্টেম্বর মাসে শুরু হবে আইএসএল।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন