যুবরাজ থেকে হজরতুল্লাহ জাজাই, যশস্বীর থেকেও কম বলে টি-টোয়েন্টিতে অর্ধশতরান করেছেন যাঁরা

ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে মাত্র ১২ বলে হাফ-সেঞ্চুরি করেছিলেন যুবরাজ। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে এটিই দ্রুততম অর্ধশতরানের রেকর্ড।
যশস্বী জয়সওয়াল
যশস্বী জয়সওয়ালছবি - রাজস্থান রয়্যালসের ফেসবুক পেজ

বৃহস্পতিবার আইপিএলের মঞ্চে দ্রুততম অর্ধশতরান করেন যশস্বী জয়সওয়াল। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাত্র ১৩ বলেই হাফ-সেঞ্চুরি করে ভেঙে দিলেন লোকেশ রাহুল এবং প্যাট কামিন্সের নজির। রাহুল এবং প্যাট দুজনেই আইপিএলে ১৪ বলে হাফ-সেঞ্চুরি করেছিলেন। কিন্তু জানেন কি, যশস্বীর থেকেও কম বল খেলে এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে তিনটি অর্ধশতরান হয়েছে? দেখে নেওয়া যাক টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতরানের মালিক কারা -

যুবরাজ সিং
যুবরাজ সিংছবি - সংগৃহীত

যুবরাজ সিং - ২০০৭ সালে ডারবানে উদ্বোধনী টি-২০ বিশ্বকাপের ম্যাচে স্টুয়ার্ট ব্রডের এক ওভারের ৬টি বলে ছ'টি ছক্কা হাঁকিয়েছিলেন যুবি। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে মাত্র ১২ বলে হাফ-সেঞ্চুরি করেছিলেন যুবরাজ। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে এটিই দ্রুততম অর্ধশতরানের রেকর্ড।

ক্রিস গেইল
ক্রিস গেইলছবি - সংগৃহীত

ক্রিস গেইল - ২০১৬ সালে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লীগ বিগ ব্যাশের মঞ্চে যুবির রেকর্ডে ভাগ বসান গেইল। মেলবোর্ন রেনেগেডসের হয়ে ব্যাট করতে নেমে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে ১২ বলে ৫০ রান করেন 'ইউনিভার্সাল বস'। এই ম্যাচে ১৭ বলে ৫৬ রান করেছিলেন তিনি।

হজরতুল্লা জাজাই
হজরতুল্লা জাজাইছবি - সংগৃহীত

হজরতুল্লা জাজাই - ২০১৮ সালে আফগান প্রিমিয়ার লীগের টি-২০ ম্যাচে কাবুল জওয়ানসের হয়ে বাল্খ লেজেন্ডসের বিরুদ্ধে মাত্র ১২ বলেই ৫০ রান করেন হজরতুল্লা জাজাই। পাশাপাশি এই ম্যাচে ছ'বলে ৬ টি ছক্কা হাঁকানোর রেকর্ডেও ভাগ বসান আফগান ক্রিকেটার।

যশস্বী জয়সওয়াল
Europa League: জুভেন্টাস-সেভিয়া ম্যাচ ড্র, লেভারকুসেনকে হারিয়ে ফাইনালের পথে মরিনহোর রোমা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in