French Open: ক্লে কোর্টে নতুন কীর্তি স্লোভানিয়ার তামারা জাইদানসেকের

ফ্রেঞ্চ ওপেনের ক্লে কোর্টে নতুন কীর্তি রচনা করলেন তামারা জাইদানসেক। স্বাধীন স্লোভনিয়ার প্রথম তারকা হিসেবে গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে পৌঁছালেন তিনি।
তামারা জাইদানসেক
তামারা জাইদানসেকছবি ডব্লু টি এ ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ফ্রেঞ্চ ওপেনের ক্লে কোর্টে নতুন কীর্তি রচনা করলেন তামারা জাইদানসেক। স্বাধীন স্লোভনিয়ার প্রথম তারকা হিসেবে গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে পৌঁছালেন তিনি। কোয়ার্টার ফাইনালে মহিলাদের সিঙ্গলসে স্প্যানিশ খেলোয়াড় পলা বাদোসাকে হারালেন তামারা। খেলার ফলাফল তামারার পক্ষে ৭-৫, ৪-৬, ৮-৬।

সেমিফাইনালে তামারার প্রতিপক্ষ রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভার। কোয়ার্টার ফাইনালে এদিন কাজাখস্তানের এলেনা রাইবাকিনাকে ২-১ সেটে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন টুর্নামেন্টের ৩১ নম্বর বাছাই পাভলিউচেঙ্কোভার।

সেরেনা উইলিয়ামসকে হারিয়ে শেষ আটে আসা রাইবাকিনার এদিন প্রথম সেটে এগিয়ে থেকেও শেষ রক্ষা করতে পারেনি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে রাশিয়ান প্রতিপক্ষ পরের দুই সেট জিতে নেন। পাভলিউচেঙ্কোভারের পক্ষে খেলার ফলাফল ৬-৭ (২), ৬-২, ৯-৭ ।

অন্যদিকে পুরুষদের সিঙ্গেলসে প্রথমবারের জন্য রোলাঁ গারোর সেমিফাইনালে জার্মানির আলেকজান্ডার জভেরভ। কোয়ার্টার ফাইনালে স্পেনের আলেজান্দ্রো দাভিদোভিচ ফোকিনাকে ৬-৪, ৬-১, ৬-১ সেটে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের শেষ চারে জভেরভ।

সেমিফাইনালে জভেরভের প্রতিপক্ষ স্টেফানোস সিতিসিপাস। ২২ বর্ষীয় গ্রিস তারকা সিতিসিপাস কোয়ার্টারে দ্বিতীয় বাছাই রাশিয়ান দানিল মেদভেদেভকে হারিয়ে দেন স্ট্রেট সেটে। খেলার ফলাফল সিতিসিপাসের পক্ষে ৬-৩, ৭-৬, ৭-৫।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in