আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা ও বারবোরা ক্রেজসিকোভা
আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা ও বারবোরা ক্রেজসিকোভাছবি - রোলাঁ গারো ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

French Open: মহিলাদের সিঙ্গলসে নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায় রোলাঁ গারো

কেরিয়ারের ৫২ তম গ্র্যান্ড স্ল্যাম খেলতে নেমে প্রথমবার শিরোপা জয় থেকে এক ধাপ দূরে আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা। অন্যদিকে পঞ্চম গ্র্যান্ড স্ল্যামেই ফাইনালের স্বাদ পেলেন ক্রেজসিকোভা।

মহিলাদের সিঙ্গলসে রোলাঁ গারো পাচ্ছে নতুন চ্যাম্পিয়ন। শনিবার ফরাসি ওপেনের মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছেন রাশিয়ান আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা এবং চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেজসিকোভা। দুজনেই প্রথমবারের জন্য গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে।

কেরিয়ারের ৫২ তম গ্র্যান্ড স্ল্যাম খেলতে নেমে প্রথমবার শিরোপা জয় থেকে এক ধাপ দূরে আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা। অন্যদিকে পঞ্চম গ্র্যান্ড স্ল্যামেই ফাইনালের স্বাদ পেলেন ক্রেজসিকোভা।

গতরাতে মহিলাদের সিঙ্গলসে দীর্ঘতম ম্যাচে জয় ছিনিয়ে নিলেন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেজসিকোভা। টুর্নামেন্টের ১৭ নম্বর বাছাই গ্রিসের মারিয়া সাক্কারিকে ৭-৫, ৪-৬, ৯-৭ সেটে হারান তিনি। ম্যাচ চলে দীর্ঘ ৩ ঘন্টা ১৭ মিনিট ধরে।

অন্য ম্যাচে স্বাধীন স্লোভনিয়ার প্রথম তারকা হিসেবে গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে খেলতে নামা তামারা জাইদানসেককে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা। টুর্নামেন্টের ৩৩ নম্বর বাছাই রাশিয়ান তারকা জিতলেন ৭-৫, ৬-৩ সেটে। এই ম্যাচটি শেষ হয় ১ ঘন্টা ৩৪ মিনিটেই।

আজ লাল মাটির কোর্টে পুরুষদের সিঙ্গেলসে দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে জার্মানির আলেকজান্ডার জভেরভ মুখোমুখি হচ্ছে স্টেফানোস সিতিসিপাসের। তবে সবাই অধীর আগ্রহে যে মেগা ফাইটের জন্য অপেক্ষা করছে তা হলো টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। যেখানে মুখোমুখি হচ্ছেন রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচ।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in