French Open: শেষ ৮-এ ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল

ফরাসী ওপেনের শেষ আটে পৌঁছে গেলেন 'ক্লে কোর্টের রাজা' রাফায়েল নাদাল। প্রতিপক্ষ ইতালির জানিক সিনারকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে কোয়ার্টারে পৌঁছালেন স্প্যানিশ টেনিস সেনসেশন।
রাফায়েল নাদাল
রাফায়েল নাদালরোল্যা গারো ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ফরাসী ওপেনের শেষ আটে পৌঁছে গেলেন 'ক্লে কোর্টের রাজা' রাফায়েল নাদাল। প্রতিপক্ষ ইতালির জানিক সিনারকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে কোয়ার্টারে পৌঁছালেন স্প্যানিশ টেনিস সেনসেশন। অন্যদিকে ১৯ বর্ষীয় তরুণ তারকা ইতালির লরেঞ্জো মুসেত্তির বিপক্ষে কষ্টার্জিত জয় আসে সার্বিয়ান নম্বর ওয়ানের। প্রথম দুই সেটে পিছিয়ে থেকে শেষ পর্যন্ত ওয়াক ওভারে কোয়ার্টারে পৌঁছান জোকার।

রোলাঁ গারোর লাল মাটির কোর্ট মানেই নাদালের স্বর্গ। রেকর্ড ১৩ বার ফরাসি ওপেন ঝুলিতে ভরেছেন রাফা। এবার রেকর্ড ২১ টি গ্র্যান্ডস্ল্যাম জয়ের দৌড়ে দুরন্ত ছন্দে ছুটছে তাঁর বিজয় রথ। শেষ আটের লড়াইয়ে টুর্নামেন্টের ১৮ নম্বর বাছাই ইতালির জানিক সিনারকে স্ট্রেট সেটে উড়িয়ে দেন রাফা। ম্যাচটি চলে ২ ঘন্টা ১৭ মিনিট ধরে। খেলার ফলাফল নাদালের পক্ষে ৭-৫, ৬-৩, ৬-০।

অন্য ম্যাচে অখ্যাত ইতালির ১৯ বর্ষীয় তরুণ লরেঞ্জো মুসেত্তির বিপক্ষে প্রথম দু সেটে পিছিয়ে থেকেও শেষ আটের টিকিট নিশ্চিত করেন জকোভিচ। পঞ্চম সেটের পর চোটের কারণে ম্যাচ ছেড়ে দেন লরেঞ্জো। ওয়াক ওভার পেয়ে যান সার্বিয়ান নম্বর ওয়ান। তবে লরেঞ্জো যেভাবে প্রতিপত্তি দেখিয়েছে তাতে মুগ্ধ ফিলিপ ছাত্রীয়ের দর্শকরা। কোর্ট ছেড়ে যাওয়ার সময় সকলে হাততালি দিয়ে সম্মান জানান। স্বয়ং জকোভিচও হাততালি দিয়ে লরেঞ্জোর লড়াইয়ের সম্মান করেন। খেলার ফলাফল জোকারের পক্ষে ৬-৭(৭-৯), ৬-৭(২-৭), ৬-১, ৬-০, ৪-০।

কোয়ার্টার ফাইনালে নাদাল মুখোমুখি হচ্ছে আর এক ইতালিয়ান দিয়েগো সোয়াৎজম্যানের। সোয়াৎজম্যান টুর্নামেন্টের দশম বাছাই। নোভাক জোকোভিচের প্রতিপক্ষ ইতালিয়ান মাতেয়ো বেরেত্তিনি। রজার ফেডেরার সরে দাঁড়ানোর কারণে ওয়াক ওভারে কোয়ার্টারে পৌঁছেছেন বেরেত্তিনি।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in