
ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন আগেই। এবার জল্পনা সত্যি করে রোলাঁ গারো থেকে সরে দাঁড়ালেন সুইশ টেনিস কিংবদন্তী রজার ফেডেরার। হাঁটুর চোটের কথা মাথায় রেখে ফরাসি ওপেনের শেষ ১৬ তে পৌঁছেও নাম প্রত্যাহার করে নিলেন তিনি। রেকর্ড ২১ তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের জন্য ফেড এক্সের পাখির চোখ উইমবল্ডনের ওপর।
সোমবার চতুর্থ রাউন্ডের আগেই আশা করা হচ্ছিলো ফেডেরার রোলাঁ গারো থেকে সরে দাঁড়াবেন। তাই হলো। বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা এক বিবৃতিতে জানালেন, "আমার টিমের সঙ্গে আলোচনা করেই স্থির করেছি যে আমি আজ ফরাসি ওপেন থেকে সরে যাচ্ছি।"
৩৯ বর্ষীয় সুইশ সুপারস্টার বলেছেন, "দুটো হাঁটুর অপারেশনের পর এক বছরেরও বেশি সময় বিশ্রামে থাকার পর, আমার উচিত আমার শরীরের কথা শোনা এবং টুর্নামেন্টে না ফিরে আসাই গুরুত্বপূর্ণ। "
ফেডেরার রোলাঁ গারোর লাল মাটির কোর্ট থেকে সরে দাঁড়িয়েছেন কারণ পছন্দের গ্রাস কোর্টে ফিরবেন বলে। হাঁটুর অপারেশনের পর কোর্টে ফিরে বেশ অস্বস্তিতে পড়তে হয়েছে ২০ টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সুইশ টেনিস তারকাকে। ম্যাচ জিতলেও হাঁটু ভোগাচ্ছিলো তাঁকে।
তৃতীয় রাউন্ডে রাউন্ডে ডমিনিক কুফারকে ৭-৬(৭-৫), ৬-৭(৩-৭),৭-৬(৭-৪),৭-৫ সেটে হারান ফেডেরার। চার সেটের এই ম্যাচ চলে সাড়ে তিন ঘণ্টা ধরে। আর ম্যাচের পরেই ফেডেরার জানান, "আমি জানিনা খেলবো কিনা। আমাকেই সিদ্ধান্ত নিতে হবে খেলা চালিয়ে যাবো কিনা। হাঁটুতে চাপ দেওয়া খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে? এটা কি বিশ্রাম নেওয়ার সঠিক সময়?"এরপরেই কার্যত ফেডেরারের সরে দাঁড়ানো একপ্রকার নিশ্চিত হয়ে যায়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন