French Open: রুদ্ধশ্বাস ফাইনালে সিতিসিপাসকে হারিয়ে ১৯তম গ্র্যান্ড স্ল্যাম ঘরে তুললেন জকোভিচ

রোলাঁ গারোতে কেরিয়ারের ২৯ তম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে নেমেছিলেন জকোভিচ। ঝুলিতে আগেই ছিলো ১৮ গ্র্যান্ড স্ল্যাম। প্রতিপক্ষ সিতিসিপাস কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে নেমেছিলেন।
নোভাক জকোভিচ
নোভাক জকোভিচরোলাঁ গারো ট্যুইটার হ্যান্ডেলের সুজনয়ে

প্রথম দু'সেটে পিছিয়ে থেকেও অনবদ্য প্রত্যাবর্তন করলেন সার্বিয়ান নম্বর ওয়ান নোভাক জোকোভিচ। ফিলিপ শাঁত্রীয়ের রুদ্ধশ্বাস ফাইনালে টুর্নামেন্টের পঞ্চম বাছাই স্টেফানোস সিতিসিপাসকে ৩-২ সেটে হারিয়ে ১৯ তম গ্র্যান্ড স্ল্যাম ঝুলিতে ভরলেন জকোভিচ। অন্যদিকে প্রথম গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠা সিতিসিপাসকে ফিরতে হলো খালি হাতেই।

রোলাঁ গারোতে কেরিয়ারের ২৯ তম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে নেমেছিলেন ৩৪ বর্ষীয় জকোভিচ। যার ঝুলিতে আগেই ছিলো ১৮ টি গ্র্যান্ড স্ল্যাম। প্রতিপক্ষ গ্রিক তরুণ ২২ বর্ষীয় সিতিসিপাস কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে নেমেছিলেন। অভিজ্ঞতায়, আত্মবিশ্বাসে তাই অনেকটাই এগিয়ে ছিলেন জোকার।

এই ম্যাচে প্রথম দুই সেটে তরুণ সিতিসিপাসের কাছে পিছিয়ে পড়ে জোকার। তবে তৃতীয় সেট থেকে অবিশ্বাস্য কামব্যাক করেন তিনি। ফিলিপ শাঁত্রীয়ের লাল মাটির কোর্টে ৪ ঘন্টা ১১ মিনিট ধরে চলে এই ম্যাচ। খেলার ফলাফল সার্বিয়ান নম্বর ওয়ানের পক্ষে ৬-৭, ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪।

২০১৬ সালের পর রোলাঁ গারোতে আবার রাজার মুকুট এলো জোকারের মাথায়। ১৯ তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের সাথে সাথেই ওপেন এরায় একমাত্র গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হিসেবে প্রত্যেকটি গ্র্যান্ড স্ল্যাম অন্তত দুবার করে জিতলেন জোকোভিচ। পুরুষদের সিঙ্গেলসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রয়েছে যৌথ ভাবে নাদাল এবং ফেডেরারের। তাঁদের ঘাড়ে এবার নিঃশ্বাস ফেলতে শুরু করেছেন ১৯ টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস কিংবদন্তী নোভাক জোকোভিচ।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in