French Open 2021: সেমিফাইনালে পিভি সিন্ধু, বিদায় লক্ষ্য সেনের, সাত্বিক-চিরাগ জুটির

মহিলাদের সিঙ্গেলসের কোয়ার্টার ফাইনালে অষ্টম বাছাই থাইল্যান্ডের বুসানান ওমবামরুঙ্গফানকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে শেষ চারের লড়াইয়ে পৌঁছালেন টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী পিভি সিন্ধু।
পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন
পিভি সিন্ধু এবং লক্ষ্য সেনছবি সৌজন্যে BAI-এর ট্যুইটার হ্যান্ডল

ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু। মহিলাদের সিঙ্গেলসের কোয়ার্টার ফাইনালে অষ্টম বাছাই থাইল্যান্ডের বুসানান ওমবামরুঙ্গফানকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে শেষ চারের লড়াইয়ে পৌঁছালেন টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী ভারতীয় তারকা। বিশ্বের ১৩ নম্বর তারকাকে ২১-১৪, ২১-১৪ গেমে পরাজিত করেছেন সিন্ধু। শনিবার জাপানের সায়াকা তাকাহাশির বিপক্ষে ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে নামবেন তিনি।

গত সপ্তাহেই ডেনমার্ক ওপেনে বুসানানকে হারিয়েছিলেন সিন্ধু। ফ্রেঞ্চ ওপেনেও সেই জয়ের ধারা অব্যাহত রাখলেন অলিম্পিকে জোড়া পদক জয়ী হায়দরাবাদি শাটলার। বৃহস্পতিবার দিবাগত রাতে বিশ্বের ২৪ নম্বর তারকা ডেনমার্কের লাইন ক্রিস্টোফারসনকে স্ট্রেট গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। ৩৭ মিনিটের ওই ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন সিন্ধু ডেনিশ প্রতিপক্ষকে হারিয়েছিলেন ২১-১৯, ২১-৯ সেটে।

সিন্ধু সেমিফাইনালে পৌঁছালেও ফ্রেঞ্চ ওপেনের দুরন্ত দৌড় শেষ হয়েছে ভারতের তরুণ শাটলার লক্ষ্য সেনের। পুরুষদের সিঙ্গেলসের কোয়ার্টার ফাইনালে কোরিয়ার হিও কোয়াংঘির কাছে ৪৩ মিনিটের লড়াইয়ে ১৭-২১, ১৫-২১ ব্যবধানে হেরেছেন লক্ষ্য। আলমোড়ার ২০ বছর বয়সী এই যুবক সিঙ্গাপুরের লোহ কিন ইয়ুর বিরুদ্ধে ২১-১৭, ২১-১৩ ব্যবধানে স্ট্রেট সেটে জয় নিয়ে শেষ আটে পৌঁছে ছিলেন।

অন্যদিকে পুরুষদের ডাবলসে ভারতের সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেটি জুটিও কোয়ার্টার ফাইনালে ব্যর্থ হলেন। চতুর্থ বাছাই মালয়েশিয়ার অ্যারন চিয়া এবং শ ওয়িকের কাছে ২-১ সেটে পরাজিত হয়েছেন সাত্বিক-চিরাগ জুটি। খেলার ফলাফল মালয়েশিয়ান জুটির পক্ষে ১৮-২১, ২১-১৮, ২১-১৭।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in