French Open 2021: মিডিয়া বয়কটের জের, ১৫ হাজার ইউ এস ডলার জরিমানা নাওমি ওসাকার

নিয়ম অনুযায়ী ম্যাচ শেষের ৩০ মিনিটের মধ্যে প্রতিযোগীকে সাংবাদিক সম্মেলনে যেতে হবে। আর এই সাংবাদিক সম্মেলন না করাটা গ্র্যান্ড স্ল্যামের কোড অব কন্ডাক্ট বিরুদ্ধ। তার জন্য জরিমানার মুখে পড়তে হয়।
রোলাঁ গারোতে নাওমি ওসাকা
রোলাঁ গারোতে নাওমি ওসাকাছবি নাওমি ওসাকার ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ফ্রেঞ্চ ওপেনে প্রথম রাউন্ডে জিতেই মিডিয়া বয়কট করলেন নাওমি ওসাকা। রোলাঁ গারোতে যে নিয়ম মানবেন না তা আগেই জানিয়েছিলেন এই জাপানী টেনিস সেনসেশন। আজ তাই করলেনও। ফলস্বরূপ ১৫,০০০ ডলার জরিমানা দিতে হচ্ছে ওসাকাকে।

গ্র্যান্ড স্ল্যামের নিয়ম অনুযায়ী ম্যাচ শেষের ৩০ মিনিটের মধ্যে প্রতিযোগীকে সাংবাদিক সম্মেলনে যেতে হবে। আর এই সাংবাদিক সম্মেলন না করাটা গ্র্যান্ড স্ল্যামের কোড অব কন্ডাক্ট বিরুদ্ধ। তার জন্য জরিমানার মুখে পড়তে হয়।

নাওমি ওসাকা ফ্রেঞ্চ ওপেন শুরুর আগেই বলেছিলেন তিনি কোনো সাংবাদিক সম্মেলন করবেন না। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই এর কারণ হিসেবে বলেছিলেন মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য তিনি কোনো সাংবাদিক সম্মেলন করবেন না। এদিকে গ্র্যান্ড স্ল্যামের তরফ থেকে জানানো হয়েছে, ওসাকা একইভাবে সাংবাদিক সম্মেলন বর্জন করতে থাকলে রোলাঁ গারো থেকে ছিটকে যাবে। সেইসঙ্গে অন্যান্য গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট থেকে সাময়িক বরখাস্ত হতে পারেন।

এদিন স্ট্রেট সেটে জয় নিয়ে ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছালেন নাওমি ওসাকা। প্রতিপক্ষ রোমানিয়ান প্যাট্রিসিয়া মারিয়া টিগের বিপক্ষে ৬-৪, ৭-৬ (৪) সেটে জিতে দ্বিতীয় রাউন্ডে যায় চারটি গ্র্যান্ডস্ল্যাম জয়ী জাপানী তারকা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in