চেলসির ম্যানেজারের পদ থেকে বরখাস্ত ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড

২০০৩ সালে রাশিয়ান বিলিওনেয়ার রোমান আব্রামোভিচ চেলসি ফুটবল ক্লাব কেনার পর ল্যাম্পার্ড হলেন লন্ডনের ক্লাবটির বরখাস্ত হওয়া ১২ তম কোচ।
ফ্রাঙ্ক ল্যাম্পার্ড
ফ্রাঙ্ক ল্যাম্পার্ডফাইল ছবি সংগৃহীত
Published on

চেলসির ম্যানেজারের পদ থেকে বরখাস্ত হলেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। সোমবার ব্লুজদের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। শোনা যাচ্ছে ল্যাম্পার্ডের পরিবর্তে ব্লুজদের নতুন ম্যানেজার হচ্ছেন বরুসিয়া ডর্টমুন্ড ও প্যারিস সাঁ জার্মেইনের প্রাক্তন কোচ টমাস টুখেল।

২০০৩ সালে রাশিয়ান বিলিওনেয়ার রোমান আব্রামোভিচ চেলসি ফুটবল ক্লাব কেনার পর ল্যাম্পার্ড হলেন লন্ডনের ক্লাবটির বরখাস্ত হওয়া ১২ তম কোচ। মৌরিসিও সারিকে বিদায় জানিয়ে গত মরশুমে ল্যাম্পার্ডকে স্ট্যামফোর্ড ব্রিজে আমন্ত্রণ জানিয়েছিলো চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার, তিনটি ইপিএল জয়ী ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড নিজের প্রিয় ক্লাবে কোচের দায়িত্ব নিয়ে প্রথম মরশুমে সুন্দর শুরু করেন। ইপিএলের লীগ টেবিলে শেষ চারে থেকে চ্যাম্পিয়ন লীগ নিশ্চিত করার পাশাপাশি দলকে এফএ কাপের ফাইনালে তুলেছেন।

৪২ বর্ষীয় প্রাক্তন এই ব্রিটিশ আন্তর্জাতিক ফুটবলারকে এই মরশুমের সামার উইন্ডোতে দল বদলের স্বাধীনতা দেওয়া হয়। অনেক টাকা খরচ করে চেলসি ল্যাম্পার্ডের তত্ত্বাবধানে দলে আনেন টিমো ওয়ের্নার, কাই হাভার্টেজের মতো তারকাদের। তবে চলতি মরশুমটা একদমই ভালো যাচ্ছে না ব্লুজদের। শুরুটা ভালো করলেও শেষ ৮ টি লীগ ম্যাচের ৫ টিতে হেরে লীগ টেবিলের নবম স্থানে রয়েছে তারা। তাই চেলসি ল্যাম্পার্ডের পরিবর্তে দলে নতুন ম্যানেজার আনতে চলেছে। গত রবিবার লুটন টাউনের বিরুদ্ধে এফএ কাপে ৩-১ ব্যবধানে জেতে চেলসি। এটিই চেলসির হয়ে কোচ ল্যাম্পার্ডের শেষ ম্যাচ।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in