France: ৩৯ বছর কোমায়, ফ্রান্সের প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার জঁ-পিয়েরে-অ্যাডামস প্রয়াত

নাইমস ইউনিভার্সিটি হসপিটালের তরফ থেকে সোমবার অ্যাডামসকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। মৃত্যুকালে প্রাক্তন এই ফরাসি তারকার বয়স হয়েছিল ৭৩।
France: ৩৯ বছর কোমায়, ফ্রান্সের প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার জঁ-পিয়েরে-অ্যাডামস প্রয়াত
পরিবারের সঙ্গে জঁ-পিয়েরে-অ্যাডামসফাইল ছবি - সৌজন্য ফেসবুক

দীর্ঘ ৩৯ বছর কোমায় থাকার পর প্রয়াত হলেন ফ্রান্সের প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার জঁ-পিয়েরে-অ্যাডামস। নাইমস ইউনিভার্সিটি হসপিটালের তরফ থেকে সোমবার অ্যাডামসকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। মৃত্যুকালে প্রাক্তন এই ফরাসি তারকার বয়স হয়েছিল ৭৩।

১৯৮২ সালে ৩৪ বছর বয়সে ভুল চিকিৎসার জন্য কোমায় চলে যান সেনেগালে জন্ম নেওয়া এই ফুটবলার। তাঁর হাঁটুর অপারেশনের আগে তাঁকে অ্যানাসথেসিয়া দেওয়া হয়। আর সেখানেই ঘটে দুর্ঘটনা। ভুল চিকিৎসার কারণে গভীর ভাবে ক্ষতিগ্রস্ত হয় তাঁর ব্রেন। লিঁও হাসপাতালে অপারেশনের পর আর উঠে দাঁড়াতে পারেননি তিনি। জীবনের বাকিটা সময় তাঁকে কাটাতে হয় লাইফ সাপোর্টেই।

১৯৭২ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত ফ্রান্সের জার্সিতে ২২ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন অ্যাডামস। এছাড়াও ১৯৭৭-৭৯ সালে ফরাসি জায়ান্ট প্যারিস সাঁ জার্মেইনের হয়ে লিগ ওয়ানে ৪১ টি ম্যাচ খেলেছিলেন তিনি। ১৯৭০-৭৩ সাল পর্যন্ত কেরিয়ারের একটা বড় অংশ কাটিয়েছেন নাইমসের হয়ে খেলে।

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
People's Reporter
www.peoplesreporter.in