Graham Thorpe: ৫৫ বছরেই শেষ জীবনের ইনিংস! ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারের প্রয়াণে শোকের ছায়া

People's Reporter: ১৯৯৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ড টেস্ট দলে অভিষেক হয় গ্রাহাম থর্পের। দেশের হয়ে ১০০টি টেস্ট ম্যাচ খেলেছিলেন।
গ্রাহাম থর্প
গ্রাহাম থর্পছবি - সংগৃহীত
Published on

ইংল্যান্ড ক্রিকেটে শোকের ছায়া। ৫৫ বছর বয়সে প্রয়াত হলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্প। সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়, “অত্যন্ত দুঃখের সাথে সকলকে জানানো হচ্ছে যে, ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্প প্রয়াত। ইংল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটারদের একজনেরও থেকেও বেশি ছিলেন তিনি। তিনি ছিলেন ক্রিকেট পরিবারের একজন প্রিয় সদস্য এবং সারা বিশ্বের ভক্তদের কাছে শ্রদ্ধার পাত্র। তাঁর দক্ষতা প্রশ্নাতীত ছিল এবং ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার জুড়ে তাঁর দক্ষতা এবং কৃতিত্ব সকলেরই জানা। পরবর্তীকালে কোচে হিসেবেও সাফল্য পান”।

বিবৃতিতে আরও বলা হয়, “ক্রিকেট বিশ্ব আজ শোকস্তব্ধ। এই কঠিন সময়ে তাঁর স্ত্রী আমান্ডা, তাঁর সন্তান, পিতা জফ এবং তাঁর পরিবার সকল সদস্যের প্রতি আমাদের সমবেদনা। খেলাধুলায় তাঁর অসাধারণ অবদানের জন্য আমরা গ্রাহামকে সবসময় মনে রাখব”।

১৯৯৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ড টেস্ট দলে অভিষেক হয় গ্রাহাম থর্পের। দেশের হয়ে ১০০টি টেস্ট ম্যাচ খেলেছিলেন। ৬৭৪৪ রানও করেছিলেন। ২০০৫ সালে বাংলাদেশের বিরুদ্ধে দেশের হয়ে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন। ১৯৯৩ সালের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে অভিষেক হয় গ্রাহামের। ৮২টি ম্যাচ খেলে ২৩৮০ রান করেছিলেন তিনি।

গ্রাহাম থর্প
Paris Olympics 24: নীরজ সোনা জিতলেই সকলের জন্য ভিসা ফ্রী! ঘোষণা বেসরকারি ভিসা সংস্থার সিইও-র
গ্রাহাম থর্প
Paris Olympics 24: 'লক্ষ্যভ্রষ্ট' লক্ষ্য সেন, এগিয়ে গিয়েও ব্রোঞ্জ জয় অধরা ভারতীয় শাটলারের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in