Amitabh Chaudhary: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন BCCI সচিব অমিতাভ চৌধুরী

২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বিসিসিআই-এর পরিচালন কমিটি সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের হাতে থাকার সময় বোর্ডের অ্যাক্টিং সেক্রেটারি ছিলেন অমিতাভ চৌধুরী।
সৌরভ গাঙ্গুলির সাথে অমিতাভ চৌধুরী
সৌরভ গাঙ্গুলির সাথে অমিতাভ চৌধুরীফাইল ছবি
Published on

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বিসিসিআই-এর প্রাক্তন সচিব অমিতাভ চৌধুরী। ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বিসিসিআই-এর পরিচালন কমিটি সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের হাতে থাকার সময় বোর্ডের অ্যাক্টিং সেক্রেটারি ছিলেন তিনি। মঙ্গলবার সকালে রাঁচিতে প্রয়াত হয়েছেন অমিতাভ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬২ বছর।

দীর্ঘদিন ধরে ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ছিলেন অমিতাভ চৌধুরী। পাশাপাশি ভারতীয় ক্রিকেটে একাধিক ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। বিসিসিআই-এর যুগ্মসচিবের দায়িত্বও পালন করেছেন। একাধিকবার টিম ইন্ডিয়ার প্রশাসনিক ম্যানেজারের দায়িত্বও সামলেছেন। ২০০৫–০৬ সালে টিম ইন্ডিয়ার জিম্বাবোয়ে সফরে ম্যানেজারের দায়িত্ব সামলাতে হয়েছিল তাঁকে।

খড়্গপুর আইআইটির প্রাক্তনী অমিতাভ চৌধুরী প্রাক্তন এই আইপিএস অফিসার ঝাড়খণ্ড পুলিশের শীর্ষপদে ছিলেন একসময়। ছিলেন ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানও। ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট সংস্থার প্রথম শ্রেনীর তকমা পাওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। বিহার ক্রিকেট সংস্থা ভেঙে যাওয়ার পর নিজের উদ্যোগেই ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থাকে দাঁড় করান তিনি। রাঁচিতে আইপিএল থেকে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন।

অমিতাভের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে বিসিসিআই। বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি শোকপ্রকাশ করে লেখেন, "অমিতাভ চৌধুরীর মৃত্যুর খবরে আমি মর্মাহত। ওনার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সান্নিধ্যে কাটানো সময়গুলো মনে থাকবে।"

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in