সুপার কাপের ব্যর্থতা ভুলে AFC কাপের অনুশীলন শুরু বাগানের

আগামী ৩ মে থেকে শুরু হবে এএফসি কাপের প্লে অফের ম্যাচ। হায়দরাবাদ এফসি’র মুখোমুখি হবে সবুজ মেরুন ব্রিগেড।
প্র্যাকটিসে লিস্টন কোলাসো
প্র্যাকটিসে লিস্টন কোলাসোছবি - এটিকে মোহনবাগানের ফেসবুক পেজ

আইএসএল জয় আর সুপার কাপে ব্যর্থতা এখন অতীত। এটিকে মোহনবাগানের টার্গেট এখন এএফসি কাপ। আগামী ৩ মে থেকে শুরু হবে এএফসি কাপের প্লে অফের ম্যাচ। হায়দরাবাদ এফসি’র মুখোমুখি হবে সবুজ মেরুন ব্রিগেড। যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন শুরু করলেন তিরি-গ্যালেগো’রা।

বুধবার অনুশীলনে যোগ দেন তিরি, দিমিত্রি পেত্রাতোস, স্লাভকো, গ্যালেগো, ব্রেন্ডন হ্যামিল এবং হুগো বুমোস সহ সব বিদেশিরাই। পাশাপাশি দীপক টাংরি, আশিক কুরুনিয়ান, আশিস রাই, লিস্টন কোলাসো, কিয়ান নাসিরিও অনুশীলনে যোগ দেন। এমনকি জনি কাউকো’ও হালকা গা ঘামান। আইএসএল জয়ের নায়ক বিশাল কাইথও ছিলেন।

এএফসি কাপে যোগ্যতা অর্জনের লক্ষ্যে আসন্ন ক্লাব প্লে-অফ’কে পাখির চোখ করেছে মোহনবাগান। অন্যদিকে, এই ম্যাচটি হতে চলেছে কেরালার (Kerala) কোঝিকোড়ে, ইএমএস স্টেডিয়ামে (E.M.S Stadium)। তবে স্বস্তির খবর, এএফসি কাপের এই ম্যাচের আগে গোটা দলকেই পাচ্ছেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো।

প্রসঙ্গত উল্লেখ্য, এটিকে নাম সরে যাচ্ছে। পরের মরসুম থেকে মোহনবাগান সুপার জায়ান্টস নামে খেলবে গঙ্গাপাড়ের ক্লাব। এদিন বাগান কোচ জুয়ান ফেরান্দো জানান, "আমার দলের খেলোয়াড়, স্টাফ সবার কাছেই আইএসএলে চ্যাম্পিয়ন হওয়াটাই আসন্ন এএফসি কাপে সবচেয়ে বড় প্রেরণা হয়ে উঠতে চলেছে। আমরা পেশাদার দল, আমাদের মানসিকতাও সেরকমই"।

আগামী মরশুমে বেশ কয়েকটি ব্যাপারে শোধরাতে হবে সবুজ-মেরুন শিবিরকে। দিমিত্রি পেত্রাতস ও হুগো বুমোসের মতো গোলস্কোরার থাকতেও এ বারের আইএসএলে সব মিলিয়ে ২৪টির বেশি গোল করতে পারেনি এটিকে মোহনবাগান।

প্র্যাকটিসে লিস্টন কোলাসো
স্টিফেন বিদায়ের দিনেই কুয়াদ্রাতকে কোচ করল ইস্টবেঙ্গল

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in