Lakshya Sen: FIR দায়ের করা হলো তারকা শাটলার লক্ষ্য সেন ও তাঁর পরিবারের বিরুদ্ধে

অভিযোগকারীর অভিযোগ, লক্ষ্যের পরিবার এবং কোচ এই অঞ্চলের অনেক আসন্ন প্রতিভাবান শাটলারের কেরিয়ার নষ্ট করেছেন। পাঁচজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
লক্ষ্য সেন
লক্ষ্য সেনফাইল ছবি SAI Media-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

বয়স জালিয়াতির মারাত্মক অভিযোগ উঠলো ভারতের এক নম্বর শাটলার লক্ষ্য সেনের বিরুদ্ধে। বৃহস্পতিবার এম গোবিয়াপ্পা নাগারাজা নামের এক ব্যক্তি ব্যাঙ্গালুরুতে এফআইআর দায়ের করেছেন সদ্য অর্জুন পুরস্কার জয়ী আলমোড়ার তরুণ তারকার নামে। শুধু লক্ষ্যই নন, তাঁর পরিবার, কোচ বিমল কুমারের বিরুদ্ধেও করা হয়েছে এফআরআই।

এফআইআরে অভিযোগ করা হয়েছে ২০১০ সাল থেকে বয়সভিত্তিক টুর্নামেন্টে খেলার জন্য লক্ষ্য এবং তাঁর ভাই চিরাগের বয়স জাল করা হয়েছে। অভিযোগকারী জানিয়েছেন কোচ বিমল কুমারই লক্ষ্যর বাবা ও মা'কে মদত জুগিয়েছেন বয়স জালিয়াতির বিষয়ে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অধীনে প্রতারণা (ধারা ৪২০), জালিয়াতি (৪৬৮), একটি জাল নথিকে আসল হিসাবে ব্যবহার করার (৪৭১) অভিযোগ এনেছেন অভিযোগকারী।

উত্তরাখন্ডের আলমোড়ার বাসিন্দা লক্ষ্য ও চিরাগ ব্যাঙ্গালুরুর প্রকাশ পাডুকোন ব্যাডমিন্টন একাডেমীতে প্রাক্তন জাতীয় কোচ বিমল কুমারের অধীনে ট্রেনিং করেন। লক্ষ্যর বাবা ধীরেন্দ্র হলেন স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার কোচ। লক্ষ্যর মা নির্মলা এবং বাবা ধীরেন্দ্রর সঙ্গে বয়স জালিয়াতিতে যোগসাজশ করেছিলেন বিমল কুমার। এমনটাই অভিযোগ করা হয়েছে। যদি এই অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়, তা হলে জুনিয়র পর্যায়ে যা যা রেকর্ড করেছেন লক্ষ্য, সবই খোয়া যাবে।

স্পষ্টতই বিমল কুমার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পিটিআইকে জানান, "এটি খুব বিরক্তিকর। এটি সস্তা জিনিস। লক্ষ্য ভালো করেছে এবং বিরতির পরে আবার প্রশিক্ষণ শুরু করেছে। এটি তার জন্য মানসিকভাবে খুব বিরক্তিকর।"

বিমল কুমার বলেন, "অভিযোগ গুলো ভিত্তিহীন এবং বিদ্বেষপূর্ণ উদ্দেশ্য নিয়ে করা।" তিনি বলেন, "বয়স দেখার কাজ কিন্তু জাতীয় ব্যাডমিন্টন সংস্থার। কোন প্লেয়ার কোথায় খেলে, তাতে কিছু যায় আসে না। এ সব দেখবে জাতীয় সংস্থাই। আমি তাই আমার বিরুদ্ধে এই সব মিথ্যা অভিযোগ অস্বীকার করছি। আমি এই বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাই না।"

অভিযোগ অনুসারে, লক্ষ্যের বয়স ২৪ বছর এবং তার বড় ভাই চিরাগের বয়স ২৬ বছর। কিন্তু ভারতের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনে তাদের নিবন্ধিত জন্ম তারিখ অনুযায়ী লক্ষ্যর বয়স ২১ এবং চিরাগের ২৪।

অভিযোগকারী আরও অভিযোগ করেছেন যে লক্ষ্যের পরিবার এবং কোচ এই অঞ্চলের অনেক আসন্ন প্রতিভাবান শাটলারের কেরিয়ার নষ্ট করেছেন। পাঁচজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in