
ভারতের মহিলা হকি দলের জয়ের ধারা অব্যাহত। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত এফআইএইচ জুনিয়র হকি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেলো ভারতীয় মহিলা দল। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়েছেন সঙ্গীতা কুমারীরা। সেমিফাইনালে নেদারল্যান্ডস বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে বিজয়ী দলের বিপক্ষে খেলতে নামবে ভারতের জুনিয়র দল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন