
বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে লুক্সেমবার্গের বিরুদ্ধে আজ মাঠে নামছে পর্তুগাল। ভারতীয় সময় রাত ১২ টা ১৫ মিনিটে শুরু হবে এই ম্যাচ। উয়েফা গ্রুপ-এ'র এই ম্যাচের আগে পর্তুগাল শেষ ম্যাচে ড্র করেছে সার্বিয়ার বিপক্ষে। অন্যদিকে লুক্সেমবার্গ ১-০ ব্যবধানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। রোনাল্ডো, ব্রুনো ফার্নান্দেজরা কি পারবে জয়ে ফিরতে! অপেক্ষা অল্প সময়ের।
এখনও পর্যন্ত ৮ বার পরস্পরের মুখোমুখি হয়েছে দুই দল। ৮ বারই জয় ছিনিয়ে নিয়েছে পর্তুগাল। একবারও জয়ের স্বাদ পায়নি লুক্সেমবার্গ। তবে ফার্নান্দো সান্টোসের সঙ্গে লুক্সেমবার্গ কোচ লুক হল্টজ এই প্রথমবার মুখোমুখি হচ্ছে। তাই হল্টজ কি পারবে দলকে শাপমুক্ত করতে! নাকি জয়ের ধারা অব্যাহত রাখবে রোনাল্ডোরা।
লুক্সেমবার্গের সম্ভাব্য লাইন আপ: অ্যান্থনি মরিস (গোলরক্ষক), মার্ভিন মার্টিনস, ম্যাক্সিম চ্যানট, এনেস মাহমুটোভিক, লরেন্ট জ্যানস, ক্রিস্টোফার মার্টিনস পেরেইরা, ভিনসেন্ট থিল, অলিভার থিল, লিনার্দো বেরেইরো, জারসন রড্রিগেজ, ড্যানেল সিনেনি।
পর্তুগালের সম্ভাব্য লাইন আপ : অ্যান্থনি লোপেজ (গোলরক্ষক), নুনো মেন্ডিজ, রুবেন দিয়াজ, ডমিনগস ডুয়ার্তে, কেড্রিক সোরেস, রুবেন নেভেস, রোনাটো স্যানচেজ, দানিলো পেরেইরা, দিয়েগো জোটা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, জোয়াও ফেলিক্স।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন