

আজারবাইজানের বিরুদ্ধে জয়ের পর বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। আজ দিবাগত রাতে ভারতীয় সময় ১ টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। এবার রোনাল্ডোদের প্রতিপক্ষ সার্বিয়া। সার্বিয়া প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩-২ গোলে জয় পেয়েছে। দুই জয়ী দলের এই ম্যাচ নিয়ে রয়েছে বিশেষ উত্তেজনা।
ফার্নান্দো সান্টোসরা আজারবাইজানের বিরুদ্ধে জিতেছে আত্মঘাতী গোলের দৌলতে। রোনাল্ডো থেকে ব্রুনো ফার্নান্দেজ, কেউই গোলের দেখা পায়নি। আজ কি গোলের বন্যা বইয়ে দেবে তারা! না কি জয়ের ধারা অব্যাহত রাখবে সার্বিয়া? অপেক্ষা কিছু সময়ের।
অন্যদিকে প্রথম ম্যাচে স্লোভনিয়ার কাছে হেরে যাওয়ার পর আজ মাঠে নামছে বিশ্বকাপ ফাইনালিস্ট ক্রোয়েশিয়া। লুকা মড্রিচদের প্রতিপক্ষ সাইপ্রাস। সাইপ্রাস প্রথম ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে গোল শূন্য ড্র করেছিলো।
এছাড়াও তুরস্কের কাছে ৪-২ ব্যবধানে শোচনীয় পরাজয়ের পর আজ লাটভিয়ার বিপক্ষে মাঠে নামছে নেদারল্যান্ড। অন্যদিকে তুরস্ক মুখোমুখি হচ্ছে জিব্রাল্টারকে হারানো নরওয়ের।
এক নজরে আজ বিশ্বকাপ বাছাই পর্বের যতো ম্যাচ:
সন্ধ্যা সাড়ে সাতটায়-
১. মন্টেনেগ্রো বনাম জিব্রাল্টার
২. রাশিয়া বনাম স্লোভনিয়া
রাত ১০ টা ৩০ মিনিটে -
১. ক্রোয়েশিয়া বনাম সাইপ্রাস
২. নরওয়ে বনাম তুরস্ক
৩. নেদারল্যান্ড বনাম লাটভিয়া
৪. বেলারুশ বনাম এস্টোনিয়া
রাত ১ টা ১৫ মিনিটে -
১. সার্বিয়া বনাম পর্তুগাল
২. আয়ারল্যান্ড বনাম লুক্সেমবার্গ
৩. চেক রিপাবলিক বনাম বেলজিয়াম
৪. স্লোভাকিয়া বনাম মালটা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন