

ফুটবল তারকাদের দর্শক চেনেন মূলত গোলের জন্যই। আর বিশ্বকাপের মঞ্চে গোল করে নিজের দেশকে জেতাতে পারলে সেটাই দেশবাসীর কাছে সব থেকে বড় উপহার। এবারের বিশ্বকাপ শুরুর আগে দেখে নেওয়া যাক সর্বোচ্চ ৫ গোলদাতার তালিকায় কারা কারা রয়েছেন।
১) প্রথমে আছেন জার্মান তারকা মিরোস্লাভ ক্লোজে। দেশের জার্সিতে ২০০২, ২০০৬, ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপ খেলেছেন তিনি। চার বিশ্বকাপে মোট ২৪টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। তাতে গোল করেছেন ১৬টি। ম্যাচ পিছু গোলের রেশিও হলো ০.৬৭।
২) দ্বিতীয় স্থানে আছেন ব্রাজিলের কিংবদন্তী খেলোয়াড় রোনাল্ডো। বিশ্বকাপের মঞ্চে ১৯ ম্যাচে ১৫ টি গোল করেছেন তিনি। ১৯৯৪, ১৯৯৮, ২০০২, ২০০৬ বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে খেলেছিলেন রোনাল্ডো। ম্যাচ পিছু গোলের রেশিও ০.৭৯।
৩) তৎকালীন পশ্চিম জার্মানির (বর্তমানে জার্মানি) তারকা ফুটবলার মুলার রয়েছেন তৃতীয় স্থানে। ১৩ ম্যাচে করেছিলেন ১৪ গোল। পশ্চিম জার্মানির জার্সিতে ১৯৭০ ও ১৯৭৪ সালের ফুটবল বিশ্বকাপে খেলেছিলেন তিনি। তাঁর ম্যাচ পিছু গোল রেশিও ১.০৮।
৪) চতুর্থ তারকা হলেন ফ্রান্সের জাস্ট ফন্টেইন। ১৯৫৮-র বিশ্বকাপেই তাঁর পায়ের জাদু দেখেছিল ফুটবল বিশ্ব। মাত্র ৬ ম্যাচ খেলে ১৩টি গোল করেছিলেন। গোলের রেশিও ২.১৭।
৫) পঞ্চম স্থানে রয়েছেন ফুটবল সম্রাট তথা আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলে। ১৪ ম্যাচে গোল করেছিলেন ১২টি। ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ বিশ্বকাপের মঞ্চ মাতিয়েছিলেন নিজের পায়ের জাদুতে। তাঁর ম্যাচ পিছু গোল রেশিও ০.৮৬।
২০২২ কাতার বিশ্বকাপে কি কেউ এই রেকর্ড ভাঙতে পারবেন? সেদিকেই তাকিয়ে রয়েছেন ফুটবল প্রেমীরা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন