FIFA World Cup 22: ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৫ গোলদাতা

প্রথমে আছেন জার্মান তারকা মিরোস্লাভ ক্লোজে। দেশের জার্সিতে ২০০২, ২০০৬, ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপ খেলেছেন তিনি।
পাঁচ গোলদাতা
পাঁচ গোলদাতাগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

ফুটবল তারকাদের দর্শক চেনেন মূলত গোলের জন্যই। আর বিশ্বকাপের মঞ্চে গোল করে নিজের দেশকে জেতাতে পারলে সেটাই দেশবাসীর কাছে সব থেকে বড় উপহার। এবারের বিশ্বকাপ শুরুর আগে দেখে নেওয়া যাক সর্বোচ্চ ৫ গোলদাতার তালিকায় কারা কারা রয়েছেন।

মিরোস্লাভ ক্লোজে
মিরোস্লাভ ক্লোজেছবি - সংগৃহীত

১) প্রথমে আছেন জার্মান তারকা মিরোস্লাভ ক্লোজে। দেশের জার্সিতে ২০০২, ২০০৬, ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপ খেলেছেন তিনি। চার বিশ্বকাপে মোট ২৪টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। তাতে গোল করেছেন ১৬টি। ম্যাচ পিছু গোলের রেশিও হলো ০.৬৭।

রোনাল্ডো
রোনাল্ডোছবি - সংগৃহীত

২) দ্বিতীয় স্থানে আছেন ব্রাজিলের কিংবদন্তী খেলোয়াড় রোনাল্ডো। বিশ্বকাপের মঞ্চে ১৯ ম্যাচে ১৫ টি গোল করেছেন তিনি। ১৯৯৪, ১৯৯৮, ২০০২, ২০০৬ বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে খেলেছিলেন রোনাল্ডো। ম্যাচ পিছু গোলের রেশিও ০.৭৯।

মুলার
মুলারছবি - এফসি বায়ার্ন

৩) তৎকালীন পশ্চিম জার্মানির (বর্তমানে জার্মানি) তারকা ফুটবলার মুলার রয়েছেন তৃতীয় স্থানে। ১৩ ম্যাচে করেছিলেন ১৪ গোল। পশ্চিম জার্মানির জার্সিতে ১৯৭০ ও ১৯৭৪ সালের ফুটবল বিশ্বকাপে খেলেছিলেন তিনি। তাঁর ম্যাচ পিছু গোল রেশিও ১.০৮।

 জাস্ট ফন্টেইন
জাস্ট ফন্টেইনছবি - সংগৃহীত

৪) চতুর্থ তারকা হলেন ফ্রান্সের জাস্ট ফন্টেইন। ১৯৫৮-র বিশ্বকাপেই তাঁর পায়ের জাদু দেখেছিল ফুটবল বিশ্ব। মাত্র ৬ ম্যাচ খেলে ১৩টি গোল করেছিলেন। গোলের রেশিও ২.১৭।

পেলে
পেলেছবি - ফিফা ওয়ার্ল্ড কাপের ফেসবুক পেজ

৫) পঞ্চম স্থানে রয়েছেন ফুটবল সম্রাট তথা আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলে। ১৪ ম্যাচে গোল করেছিলেন ১২টি। ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ বিশ্বকাপের মঞ্চ মাতিয়েছিলেন নিজের পায়ের জাদুতে। তাঁর ম্যাচ পিছু গোল রেশিও ০.৮৬।

২০২২ কাতার বিশ্বকাপে কি কেউ এই রেকর্ড ভাঙতে পারবেন? সেদিকেই তাকিয়ে রয়েছেন ফুটবল প্রেমীরা।

পাঁচ গোলদাতা
FIFA World Cup 22: ১৯৫০ বিশ্বকাপে সুযোগ পেয়েও হেলায় হাতছাড়া করেছিল ভারত, কেন জানেন?
পাঁচ গোলদাতা
শরণার্থী শিবির থেকে ফ্রান্সের হয়ে কাতার বিশ্বকাপে! জানুন এডুয়ার্ডো কামাভিঙ্গার অজানা সংগ্রাম

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in