FIFA World Cup 22: 'মিরাকল' ঘটাতে চান সন হিউং মিনরা! পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামছে সাম্বা ব্রিগেডও

আজকের ম্যাচে দর্শকদের প্রধান আকর্ষণ হতে পারে নেইমার জুনিয়র। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাওয়া চোট সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন তিনি। তবে ব্রাজিল কোচ তিতে অবশ্য এখনও তেমনটা নিশ্চিত করেননি।
FIFA World Cup 22: 'মিরাকল' ঘটাতে চান সন হিউং মিনরা! পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামছে সাম্বা ব্রিগেডও
ছবি সৌজন্যে টুইটার

শেষ ষোলোর লড়াইয়ে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে এশীয় শক্তি দক্ষিণ কোরিয়া। ধারে ভারে লাতিন আমেরিকার পরাশক্তি ব্রাজিল অনেকটাই এগিয়ে থাকলেও পর্তুগালকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছানো কোরিয়া অঘটন ঘটাতে প্রস্তুত।

আজকের ম্যাচে দর্শকদের প্রধান আকর্ষণ হতে পারে নেইমার জুনিয়র। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাওয়া চোট সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন তিনি। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দেখাও যেতে পারে তাঁকে। তবে ব্রাজিল কোচ তিতে অবশ্য এখনও তেমনটা নিশ্চিত করেননি। প্রথম একাদশে নেইমারকে রাখা নিয়ে জল্পনা জিইয়ে রেখেছেন তিতে।

শক্তিমত্তা আর পরিসংখ্যান বিবেচনায় দক্ষিণ কোরিয়ার থেকে যোজন যোজন এগিয়ে ব্রাজিল। ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে সেলেসাওরা, আর দক্ষিণ কোরিয়ার র‌্যাংকিং ২৮। মুখোমুখি পরিসংখ্যান দেখতে গেলে, সেলেসাওরা এর আগে ৭ বার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলেছে। জিতেছে ছয়টিতেই। দক্ষিণ কোরিয়ার জয় একটি, সেটিও ২৩ বছর আগে ১৯৯৯ সালে।

তবে দক্ষিণ কোরিয়া চাইছে মিরাকল ঘটাতে। অধিনায়ক সন হিউং মিন বলেন, "শেষ ষোলোয় জায়গা করে নেওয়া আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল। আমাদের আরও বড় স্বপ্নের দিকে এগোতে হবে। নকআউটে পৌঁছেছি মানেই আমাদের জন্য টুর্নামেন্ট শেষ হয়ে যাচ্ছে না। আশা করছি, দল হিসেবে আরও একটা মিরাকল ঘটাতে পারব।"

শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে হেরেছে সেলেসাওরা। তবে তা নিয়ে মোটেও চিন্তিত নয় ব্রাজিল টিম ম্যানেজমেন্ট। কোরিয়ার বিরুদ্ধ পূর্ণ শক্তির দল নিয়েই নামতে চলেছে সাম্বা ব্রিগেড।

FIFA World Cup 22: 'মিরাকল' ঘটাতে চান সন হিউং মিনরা! পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামছে সাম্বা ব্রিগেডও
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি নেদারল্যান্ডস, পাল্লা ভারী কার? কী বলছে পরিসংখ্যান?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in