বিশ্বকাপ শেষ শাহরানির, চিকিৎসার জন্য ফুটবলারকে নিজের বিমানে জার্মানি পাঠালেন ক্রাউন প্রিন্স সালমান

জানা গিয়েছে শাহরানির চোয়াল এবং মুখের বাঁ দিকের হাড় ভেঙে গিয়েছে। বিশ্বকাপের অভিযান শেষ হয়ে গিয়েছে তাঁর। ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সালমান নির্দেশ দিয়েছেন শাহরানির চিকিৎসায় যেন কোনও খামতি না থাকে।
বিশ্বকাপ শেষ শাহরানির, চিকিৎসার জন্য ফুটবলারকে নিজের বিমানে জার্মানি পাঠালেন ক্রাউন প্রিন্স সালমান
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন

আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের জয়ের ম্যাচে ভয়াবহ চোট পান সৌদি ফুটবলার ইয়াসির আল শাহরানি। গোলরক্ষক মহম্মদ আল ওয়াইস বল ধরতে গিয়ে হাঁটু দিয়ে সজোরে আঘাত করে বসেন সতীর্থ শাহরানির মুখে। মাঠের মধ্যেই রক্তে ভেসে যায় আহত ফুটবলারের মুখ। জানা গিয়েছে শাহরানির চোয়াল এবং মুখের বাঁ দিকের হাড় ভেঙে গিয়েছে। বিশ্বকাপের অভিযান শেষ হয়ে গিয়েছে তাঁর।

সৌদি আরব তখন এগিয়ে। অতিরিক্ত সময়ের সঙ্কেত দিয়ে দিয়েছেন রেফারি। শেষ পর্যায়ে এসে ঘটে এই মারাত্মক ঘটনা। মাঠেই রক্ত ঝরতে দেখা যায় শাহরানির মুখ থেকে। অনেকটা সময় মাঠেই পড়েছিলেন। এরপর তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

রক্তক্ষরণ হওয়ায় অস্ত্রোপচার করতে হবে শাহরানির। জার্মানি নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। শাহরানির চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে সৌদি সরকার। ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সালমান নির্দেশ দিয়েছেন শাহরানির চিকিৎসায় যেন কোনও খামতি না থাকে। পাশাপাশি, চিকিৎসার জন্য প্রাইভেট বিমানে করে যেন ইয়াসিরকে জার্মানিতে পাঠানো হয় তাঁর নির্দেশও দিয়েছেন সৌদি ক্রাউন।

প্রথম ম্যাচেই আর্জেন্টিনার মতো দলকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী হার্ভ রেনার্ডের সৌদি আরব। তবে দলের তারকা ফুটবলারের ছিটকে যাওয়ায় ধাক্কা খেলো তারা।

বিশ্বকাপ শেষ শাহরানির, চিকিৎসার জন্য ফুটবলারকে নিজের বিমানে জার্মানি পাঠালেন ক্রাউন প্রিন্স সালমান
FIFA World Cup 22: থিয়েরি অঁরির সাথে একাসনে জিরু, জোড়া গোল করে একাধিক রেকর্ড ফরাসী স্ট্রাইকারের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in