FIFA World Cup 22: হয়ে গেলো কাতার বিশ্বকাপের ড্র, দেখে নিন কোন গ্রুপে কোন দল

ব্রাজিলের কাফু, জার্মানির লোথার ম্যাথিউস, অস্ট্রেলিয়ার টিম কাহিল, নাইজেরিয়ার জে-জে ওকোচা, কাতারের আদেল আহমেদ মালালা, ইরানের আলি দাইয়ের মতো কিংবদন্তীদের সামনে নির্ধারিত হয়ে গেলো বিশ্বকাপের আট গ্রুপ।
হয়ে গেলো কাতার বিশ্বকাপের ড্র
হয়ে গেলো কাতার বিশ্বকাপের ড্রছবি সংগৃহীত
Published on

দোহা এক্সিবিশন ও কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেলো ফিফা ২০২২ কাতার বিশ্বকাপের ড্র। সামান্থা, জার্মেইন জেনাস, আর কার্লি লয়েড পরিচালনা করলেন ৩২ টি দলের ড্র। ব্রাজিলের কাফু, জার্মানির লোথার ম্যাথিউস, অস্ট্রেলিয়ার টিম কাহিল, নাইজেরিয়ার জে-জে ওকোচা, কাতারের আদেল আহমেদ মালালা, ইরানের আলি দাই, সার্বিয়ার বোরা মিলুতিনোভিচ আর আলজেরিয়ার রাবাহ মাজের মতো কিংবদন্তীদের সামনে নির্ধারিত হয়ে গেলো কাতার বিশ্বকাপের আট গ্রুপ। স্বাগতিক কাতার ও ইকুয়েডরের ম্যাচের মধ্য দিয়েই বাঁধবে ফুটবলের বিশ্বযুদ্ধ।

এক নজরে দেখে নেওয়া যাক কেমন হলো বিশ্বকাপের ড্র:

গ্রুপ 'এ': - কাতার, ইকুয়েডর, সেনেগাল, নেদারল্যান্ড

গ্রুপ 'বি':- ইংল্যান্ড, ইরান, যুক্তরাষ্ট্র, ইউক্রেন/স্কটল্যান্ড/ওয়েলস

গ্রুপ 'সি':- আর্জেন্টিনা, মেক্সিকো, সৌদি আরব, পোল্যান্ড

গ্রুপ 'ডি':- ফ্রান্স, পেরু/অস্ট্রেলিয়া/আরব এমিরেটস, ডেনমার্ক, তিউনিশিয়া

গ্রুপ 'ই':- স্পেন, কোস্টারিকা/ নিউজিল্যান্ড, জার্মানি, জাপান

গ্রুপ 'এফ':- বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া

গ্রুপ 'জি':- ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন

গ্রুপ 'এইচ':- পর্তুগাল, ঘানা উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in