FIFA World Cup 22: বড় ধাক্কা ফরাসী শিবিরে, অনুশীলনে চোট পেয়ে বিশ্বকাপ শেষ তারকা ফরোয়ার্ডের

দল ঘোষণার আগেই চোটের কারণে ছিটকে গিয়েছিলেন রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের দুই নায়ক পল পোগবা এবং এন'গলো কন্তে। এবার চোট পেলেন ক্রিস্টোফার এনকুনকু।
চোট পেলেন ক্রিস্টোফার এনকুনকু
চোট পেলেন ক্রিস্টোফার এনকুনকুছবি সংগৃহীত

আর হাতে গোনা চার'দিন বাদেই শুরু বিশ্বকাপ। তার আগে বড় ধাক্কা খেলো বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। দল ঘোষণার আগেই চোটের কারণে ছিটকে গিয়েছিলেন রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের দুই নায়ক পল পোগবা এবং এন'গলো কন্তে। যাদের অভাব কার্যত পূরণ হবার নয়। দল ঘোষণার পর হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে যান ডিফেন্ডার প্রেসনেল কিম্বেপেও। এবার চোট পেলেন ক্রিস্টোফার এনকুনকু। বিশ্বকাপ শেষ হয়ে গেলো দলের তারকা স্ট্রাইকারের।

ফ্রান্সের হয়ে অনুশীলন করতে গিয়ে হাঁটুতে চোট পান এনকুনকু। বুধবার ফ্রান্সের ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে আরবি লাইপজিগের তারকা ফরোয়ার্ডের ইনজুরির খবর নিশ্চিত করেছে। এও জানানো হয়েছে বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে তাঁর।

এক্স-রে পরীক্ষা করে দেখা গিয়েছে তাঁর পা গুরুতর ভাবে মচকে গিয়েছে। অনুশীলনে এডুয়ার্ডো কামাভিঙ্গার সাথে বল দখলের লড়াইয়ে হাঁটুতে চোট পান এনকুনকু। সেখানেই যন্ত্রণায় কাতরাতে থাকেন। পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হলে জানা যায় বিশ্বকাপের জন্য উপলব্ধ হবেন না তিনি। দিদিয়ের দেশঁ তাঁর পরিবর্ত হিসেবে এখনও কোনো খেলোয়াড়ের নাম ঘোষণা করেননি। ফিফার কাছে মেডিক্যাল রিপোর্ট পাঠানোর পর নতুন খেলোয়াড়ের নাম ঘোষণা করবে বর্তমান চ্যাম্পিয়নরা।

২২ নভেম্বর ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করবে ফ্রান্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা রয়েছে 'ডি'-গ্রুপে। যেখানে অস্ট্রেলিয়া ছাড়াও তাদের সঙ্গী ডেনমার্ক ও তিউনিশিয়া।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in