ব্যর্থতার দায় কাঁধে নিয়েই পদত্যাগ মেক্সিকোর আর্জেন্টাইন কোচ জেরার্ডো দানিয়েল 'টাটা' মার্টিনো
ফাইল ছবি

ব্যর্থতার দায় কাঁধে নিয়েই পদত্যাগ মেক্সিকোর আর্জেন্টাইন কোচ জেরার্ডো দানিয়েল 'টাটা' মার্টিনো

১৯৭৮ সালের পর এই প্রথমবার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো মেক্সিকো। শেষ ম্যাচে সৌদি আরবকে হারালেও গোল পার্থক্যে পোল্যান্ডের থেকে পিছিয়ে থাকায় দ্বিতীয় রাউন্ডে জায়গা পেলেন না ওচোয়ারা।

১৯৭৮ সালের পর এই প্রথমবার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো মেক্সিকো। শেষ ম্যাচে সৌদি আরবকে হারালেও গোল পার্থক্যে পোল্যান্ডের থেকে পিছিয়ে থাকায় দ্বিতীয় রাউন্ডে জায়গা পেলেন না ওচোয়ারা। বিশ্বকাপে এই ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়েই দায়িত্ব ছাড়লেন মেক্সিকোর আর্জেন্টাইন কোচ জেরার্ডো দানিয়েল 'টাটা' মার্টিনো।

ম্যাচ শেষের পর সাংবাদিক সম্মেলনে টাটা মার্টিনো বলেন, "আজকের হৃদয় বিদারক ঘটনার জন্য আমিই দায়ী। বিশ্বকাপে ব্যর্থতার দায় আমরা নিচ্ছি। রেফারির শেষ বাঁশি বাজানোর সাথে সাথেই আমার চুক্তি শেষ হয়ে যায়। আর কিছু করার নেই। এখানে আমি শুরু থেকেই স্বাধীনতার সাথে কাজ করেছি। কখনও কেউ হস্তক্ষেপ করেনি। সেজন্য আমি ফেডারেশনের প্রেসিডেন্ট ও স্পোর্টস ডিরেক্টরদের ধন্যবাদ জানাই।"

চলতি বিশ্বকাপে টাটা মার্টিনোর ট্যাকটিকস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সৌদি আরবের বিপক্ষে মেক্সিকোকে যেভাবে খেলেছে, আর্জেন্টিনার বিপক্ষে তেমন কৌশল ব্যবহার করেননি তিনি। তাই আর্জেন্টাইন কোচকে জিজ্ঞাসাবাদও করতে পারে মেক্সিকান ফুটবল ফেডারেশন। তবে মার্টিনো তাদের প্রশ্ন করতে দেবেন না বলে জানিয়েছেন।

জেরার্ডো মার্টিনো ২০১৯ সালে মেক্সিকোর দায়িত্ব নেয়। তাঁর মেয়াদ ছিল কাতার বিশ্বকাপ পর্যন্তই। তবে তিনি এখনও কাজ চালিয়ে যেতে পারতেন। আর্জেন্টাইন কোচ তেমনটা করলেন না। মেক্সিকো আনুষ্ঠানিক ভাবে এখন নতুন কোচের সন্ধানে রয়েছে। ২০২৬ বিশ্বকাপে কোয়ালিফায়ার খেলতে হবে না মেক্সিকোকে। তার কারণ কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পরবর্তী বিশ্বকাপ আয়োজন করতে চলেছে তারা।

ব্যর্থতার দায় কাঁধে নিয়েই পদত্যাগ মেক্সিকোর আর্জেন্টাইন কোচ জেরার্ডো দানিয়েল 'টাটা' মার্টিনো
নিজের ভুল বুঝতে পেরে মেসির কাছে ক্ষমা চাইলেন মেক্সিকান বক্সার কানেলো আলভারেজ
ব্যর্থতার দায় কাঁধে নিয়েই পদত্যাগ মেক্সিকোর আর্জেন্টাইন কোচ জেরার্ডো দানিয়েল 'টাটা' মার্টিনো
FIFA World Cup 22: ম্যাচ সেরা হয়েও সতীর্থকে পুরস্কার তুলে দিয়েছেন মেসি! আসল সত্যিটা কী?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in