FIFA World Cup 22: পুরো ম্যাচে দাপট দেখিয়েও ব্যর্থ জাপান, জয় পেলো কোস্টারিকা

কোস্টারিকার হয়ে এই ম্যাচে একটি মাত্র গোল করেন কেশার ফুলার। ম্যাচের ৮১ মিনিটের মাথায় তেজেদার বাড়ানো বল থেকে জাপানের জাল খুঁজে নেয় হেরেদিয়ানোর ২৮ বর্ষীয় ডিফেন্ডার।
জয় পেলো কোস্টারিকা
জয় পেলো কোস্টারিকাছবি সৌজন্যে ফিফা ওয়ার্ল্ড কাপ টুইটার হ্যান্ডেল

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইউরোপীয়ন পরাশক্তি জার্মানিকে হারিয়ে সাড়া ফেলে দিয়েছিল জাপান। অন্যদিকে স্পেনের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়ে মাঠে নামে কোস্টারিকা। সেই হারের ধাক্কা কাটিয়ে আহমেদ বিন আলি স্টেডিয়ামে জাপান বাধা আটকে জয় তুলে নিয়েছে কেইলর নাভাসরা। পুরো ম্যাচ জুড়ে লাগাতার আক্রমণ করেও জয় এলো না জার্মানিকে হারানো সামুরাই ব্লুজদের।

কোস্টারিকার হয়ে এই ম্যাচে একটি মাত্র গোল করেন কেশার ফুলার। ম্যাচের ৮১ মিনিটের মাথায় তেজেদার বাড়ানো বল থেকে জাপানের জাল খুঁজে নেয় হেরেদিয়ানোর ২৮ বর্ষীয় ডিফেন্ডার। পুরো ম্যাচ জুড়ে আধিপত্য দেখালেও 'এশিয়ার সূর্য'-রা কেইলর নাভাসকে পরাস্ত করতে পারলো না।

৯০ মিনিটে কোস্টা রিকার গোল লক্ষ্য করে মোট ১৫টি শট মেরেছিল জাপান। তার মধ্যে ৮টা ছিল গোলমুখী। কিন্তু তার পরেও গোল করতে পারেননি মায়া ইয়োশিদারা। দলগত পারফর্ম্যান্সের মাধ্যমে জাপানকে ৯০ মিনিট আটকে রাখলো কোস্টারিকা। এই ম্যাচে মোট ৫৭ শতাংশ বল নিজেদের দখলে রাখে জাপান।

কোস্টারিকার জয়ে জমে উঠেছে গ্রুপ-ই এর লড়াই। কোস্টারিকার সামনে সুযোগ থাকলো পরের রাউন্ডে যাওয়ার। জাপান তাদের সমীকরণ কঠিন করে ফেললো। পরের রাউন্ডে জায়গা করে নিতে হলে শক্তিশালী স্পেনের বিপক্ষে জিততে হবে তাদের। অন্যদিকে কিছুটা সুবিধা হলো জার্মানির। আজ স্পেনের বিরুদ্ধে ড্র করলেও নক আউটে জায়গা করে নেওয়ার দৌড়ে থাকবেন টমাস মুলার, ম্যানুয়াল নূয়্যাররা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in