FIFA World Cup 22: 'হায়া হায়া' সুরে মাতবে কাতার বিশ্বকাপ, প্রকাশিত প্রথম অফিসিয়াল সাউন্ড ট্র্যাক

'হায়া হায়া' সুরে মাতবে কাতার বিশ্বকাপ। আজ আর অল্প সময়ের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকাপের ড্র। যা নিয়ে সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।
FIFA World Cup 22: 'হায়া হায়া' সুরে মাতবে কাতার বিশ্বকাপ, প্রকাশিত প্রথম অফিসিয়াল সাউন্ড ট্র্যাক
ছবি সংগৃহীত

'হায়া হায়া' সুরে মাতবে কাতার বিশ্বকাপ। আজ আর অল্প সময়ের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকাপের ড্র। যা নিয়ে সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ড্রয়ের আগেই প্রকাশ করা হলো ২০২২ কাতার বিশ্বকাপের প্রথম অফিসিয়াল সাউন্ড ট্র্যাক। ড্রয়ের আগে দোহাতে প্রদর্শন করা হবে হায়া হায়া (Better Together) গানটি।

ফিফার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হয়েছে 'হায়া হায়া' নামের এই থিম সং। 'হায়া হায়া'-এর ইংরেজি অর্থ হলো বেটার টুগেদার। সকলকে একত্রিত হওয়ার বার্তা দিচ্ছে গানটি। গানটি গেয়েছেন কাতারের তারকা আইশা, আফ্রিকার ডাভিডো এবং আমেরিকার ত্রিনিদাদ কারডোনা।

ফিফার চিফ কমার্শিয়াল অফিসার কায় মাদাতি জানিয়েছেন, “আমেরিকা, আফ্রিকা ও আরবের তারকাদের সঙ্গে এনে আমরা বার্তা দেওয়ার চেষ্টা করছি, ফুটবল ও মিউজিক গোটা পৃথিবীকে এক করতে পারে।” এ বারই প্রথম একাধিক মিউজিক ভিডিও ও গান বিশ্বকাপকে কেন্দ্র করে প্রকাশ করা হবে। তারই প্রথম গান হায়া হায়া। আজ রাতে বিশ্বকাপে ড্রয়ে পারফর্ম করা হবে এই গানটি।"

আজ রাতেই বিশ্বকাপের ড্র। ২৯টি যোগ্যতা অর্জনকারী দল এবং ৩টি স্থানের জন্য লড়াই চালানো আটটি দলকে ভাগ করা হয়েছে মোট চারটি পটে। সেখান থেকে মোট আটটি গ্রুপে ভাগ করা হবে দলগুলিকে। আয়োজক কাতার থাকবে গ্রুপ 'এ'-তে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in