ব্যর্থতার দায় নিয়েই পদত্যাগ ফার্নান্দো স্যান্টোসের, পর্তুগালের নতুন কোচ কে?

২০১৪ সাল থেকে পর্তুগালের প্রধান কোচের দায়িত্বে ছিলেন ফার্নান্দো। তাঁর অধীনে ১০৯ টি ম্যাচ খেলেছে পর্তুগাল। তাঁর হাত ধরেই ২০১৬ সালে ইউরো কাপ, ২০১৯ সালে উয়েফা নেশনস লীগের খেতাব ঘরে তোলে রোনাল্ডোরা।
ফার্নান্দো স্যান্টোস
ফার্নান্দো স্যান্টোসফাইল ছবি
Published on

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায় নেয় পর্তুগাল। সেই হারের ব্যর্থতা কাঁধে নিয়েই কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ফার্নান্দো স্যান্টোস। ৬৮ বছর বয়সী পর্তুগীজ কোচের পদত্যাগের খবর নিশ্চিত করেছে ফুটবল ফেডারেশন। ২০২৪ সাল পর্যন্ত চুক্তি থাকলেও দলে নতুন যুগের সূচনার কথা ভেবে অব্যাহতি দেওয়া হয়েছে তাঁকে।

২০১৪ সাল থেকে পর্তুগালের প্রধান কোচের দায়িত্ব তুলে নেন ফার্নান্দো স্যান্টোস। তাঁর অধীনে ১০৯ টি ম্যাচ খেলেছে পর্তুগাল। ২০১৬ সালে ইউরো কাপ জয়ের পাশাপাশি তাঁর হাত ধরে ২০১৯ সালে উয়েফা নেশনস লীগের খেতাবও ঘরে তোলে রোনাল্ডোরা।পর্তুগালের সবচেয়ে বেশি ম্যাচে কোচিং করানোর ও সবচেয়ে বেশি জয়ের রেকর্ড রয়েছে স্যান্টোসের ঝুলিতেই।

চলতি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পরেই স্যান্টোস সমর্থকদের রোষের মুখে পড়েন। তার কারণ শেষ ষোলো এবং কোয়ার্টার ফাইনালের ম্যাচে তিনি দলের প্রধান অস্ত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে শুরুতে বেঞ্চে বসিয়ে রাখেন। দ্বিতীয় রাউন্ডে বড় জয় পেলেও কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হারতে হয় পর্তুগালকে। কোয়ার্টার ফাইনালে দ্বিতীয়ার্ধে রোনাল্ডোকে নামানো হয়। কিন্তু তার আগেই পিছিয়ে পড়া পর্তুগীজরা আর সমতা ফেরাতে পারেনি। ম্যাচের শেষে তাই রোষের মুখে পড়েন স্যান্টোস। যদিও ফার্নান্দো জানান, তাঁর কোনো অনুশোচনা নেই। তিনি বলেন, "রোনাল্ডোকে বেঞ্চে বসিয়ে রাখার জন্য তাঁর কোনও অনুশোচনা নেই। সুইজারল্যান্ডের বিরুদ্ধে যেভাবে খেলেছিলাম, সেই একাদশই নামানো হয়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গ্রেট ফুটবলার। দলের যখন প্রয়োজন তখনই তাঁকে নামানো হয়েছে।"

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করবে পর্তুগাল। জানা গিয়েছে, এএস রোমার দায়িত্বে থাকা হোসে মরিনহোর সাথে আলোচনা করছে ফেডারেশন। এছাড়াও পর্তুগালের অনুর্ধ্ব-২১ দলের কোচ রুই জর্জ ও লিলে বস পাওলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে পর্তুগাল।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in