

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ হারলেও বল পায়ে প্রথম ম্যাচেই রেকর্ড গড়লেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তিনিই আর্জেন্টিনার একমাত্র প্লেয়ার যিনি চার বিশ্বকাপে গোল পেলেন।
তিনি যেন মাঠে নামেন রেকর্ড সৃষ্টি করতেই। ফের একবার তার প্রমাণ দিলেন। গ্রুপের প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেখান থেকেই গোল করেন মেসি। চলতি বিশ্বকাপ নিয়ে মোট ৫টি বিশ্বকাপ খেলছেন তিনি। ২০০৬, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে গোল করেন। ২০০৬ সালে ১টি, ২০১৪-তে ৪টি এবং ২০১৮ সালে একটি গোল করেন। আজকের গোল নিয়ে বিশ্বকাপে মোট ৭টি গোল করেছেন তিনি। ২০১০ বিশ্বকাপে কেবল গোল পাননি।
পুরো ম্যাচে দাপিয়ে খেললেও সৌদি আরবের বিরুদ্ধে গোল করতে ব্যর্থ হন মেসিরা। একাধিক সুযোগ মিস করেন তাঁরা। প্রথমার্ধে মেসিরা ১-০ ব্যবধানে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের জাঁঝ বাড়াতে থাকে সৌদি। সৌদি আরবের হয়ে প্রথম গোল করেন আলশেইরি। পরের গোলটি করেন আল-দাওসারি। প্রথম ম্যাচেই এইভাবে হেরে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না আর্জেন্টিনার সমর্থকরা।
আর্জেন্টিনার পরের ম্যাচ আছে মেক্সিকোর সাথে, ২৭ নভেম্বর। পোল্যান্ডের সাথে গ্রুপ পর্যায়ের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে লেভনডস্কির পোল্যান্ডের সাথে (১ ডিসেম্বর)।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন