FIFA World Cup 22: ব্রাজিলের নাচের উদযাপন নিয়ে সমালোচনা! জবাব দিলেন কোচ তিতে

ব্রাজিল কোচ তিতে এ প্রসঙ্গে বলেন, "ব্রাজিলিয়ানদের জন্য নাচ তাদের আনন্দ প্রকাশের একটি উপলক্ষ্য মাত্র। প্রতিপক্ষকে অসম্মান বা অশ্রদ্ধা করার কোনো ইচ্ছা ছিল না তাদের।"
বিতর্কিত
বিতর্কিতসৌজন্যেঃ ফিফা

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে একটি করে গোল করেছে ব্রাজিল, আর ফুটবলাররা মেতে উঠছেন নাচের ছন্দে। ব্রাজিল মানেই তো সাম্বার ছন্দ! গত রাতে অসাধারণ একটা ফুটবল উপহার দিয়েছেন সেলেসাওরা। ফুটবলের ভাষায় যাকে বলা যায় 'জোগো বনিতো'। কিন্তু গোল করার পর ব্রাজিলের উদযাপন নিয়ে শুরু হয়েছে সমালোচনা। ব্রাজিলের এই নাচের উদযাপন মেনে নিতে পারছেন না অনেক ফুটবল বোদ্ধারা। তাঁদের এবার চুপ করালেন কোচ তিতে।

ম্যাচের সপ্তম মিনিটে ভিনিসিয়াসের গোল থেকেই শুরু হয় নাচ। নেইমারের গোল, রিচার্লিসনের গোল এবং পাকুয়েতার গোলেও সেই ছন্দ বজায় ছিল। রিচার্লিসনের করা গোলের পর তো আবার কোমর দোলালেন কোচ তিতেও। কিন্তু এই নাচকে পছন্দ করছেন না অনেকেই। তাঁদের মধ্যে একজন হলেন প্রাক্তন আইরিশ ফুটবলার রয় কিন।

কিন বলেছেন, "প্রতিবার গোল দিয়ে এভাবে নাচানাচি করাটা অপমানজনক। প্রথম গোলের পর এমন উদযাপন মানা যায়। কিন্তু প্রতিটি গোলের পর না। পরে তো তাদের ম্যানেজার এসেও যোগ দিলেন। আমার ভালো লাগেনি।"

ম্যাচ শেষে ব্রাজিল কোচ তিতে এ প্রসঙ্গে বলেন, "ব্রাজিলিয়ানদের জন্য নাচ তাদের আনন্দ প্রকাশের একটি উপলক্ষ্য মাত্র। প্রতিপক্ষকে অসম্মান বা অশ্রদ্ধা করার কোনো ইচ্ছা ছিল না তাদের।"

পাশাপাশি কিনকে খোঁচা দিতে ছাড়েননি ব্রাজিল কোচ। তিতে বলেন, নাচের সময় সাবধানতা অবলম্বন করতে হবে। নাহলে কেউ কেউ বলবে এটা অসম্মানজনক।

বিতর্কিত
FIFA World Cup 22: চোট সারিয়ে ফিরেই ব্রাজিল কিংবদন্তী পেলে, রোনাল্ডোর রেকর্ড স্পর্শ নেইমারের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in