FIFA World Cup 22: ডি মারিয়া, দিবালাকে রেখেই পূর্ণশক্তির দল ঘোষণা আর্জেন্টিনার

সম্ভবত কাতারেই দেশের জার্সিতে সর্বশেষ বিশ্বকাপ খেলতে চলেছেন সাত বারের ব্যালন ডি'অর জয়ী লিওনেল মেসি। দীর্ঘদিন আন্তর্জাতিক শিরোপা অধরা ছিল। কোপা আমেরিকা জিতে সেই স্বপ্ন পূরণ করেছেন মেসি।
বিশ্বকাপের জন্য দল ঘোষণা আর্জেন্টিনার
বিশ্বকাপের জন্য দল ঘোষণা আর্জেন্টিনারফাইল ছবি

২৬ সদস্যের দল ঘোষণা করলো কাতার বিশ্বকাপের অন্যতম ফেভারিট আর্জেন্টিনা। কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা বিশ্বকাপের জন্য বেশ ভারসাম্য পূর্ণ দল ঘোষণা করেছে। চোটের কারণে শঙ্কায় থাকা অ্যাঞ্জেল ডি মারিয়া এবং পাওলো দিবালাকে রেখেই দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। অধিনায়কের দায়ভার থাকছে লিওনেল মেসির ওপরেই।

সম্ভবত কাতারেই দেশের জার্সিতে সর্বশেষ বিশ্বকাপ খেলতে চলেছেন সাত বারের ব্যালন ডি'অর জয়ী লিওনেল মেসি। দীর্ঘদিন আন্তর্জাতিক শিরোপা অধরা ছিল। কোপা আমেরিকা জিতে সেই স্বপ্ন পূরণ করেছেন মেসি। শেষ বেলায় তাঁর হাতে বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর সমর্থকরা। ২০১৪ বিশ্বকাপে শিরোপার দোরগোড়ায় এসেও খালি হাতে ফিরতে হয়। সেই আক্ষেপ মুছে ফেলার জন্য বদ্ধপরিকর লিওনেল মেসি সহ আর্জেন্টিনার তারকারা।

১৯৮৬ সালে শেষবার বিশ্বকাপ জিতেছিল লাতিন আমেরিকার এই ফুটবল পরাশক্তি। প্রায় চার দশক আর বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেনি আলবিসেলেস্তারা। এবার টানা ৩৫ ম্যাচে অপরাজিত থাকা দলটি কাতার যাচ্ছে তৃতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ।

আর্জেন্টিনা স্কোয়াডঃ

গোলরক্ষক :- এমিলিয়ানো মার্টিনেজ , জেরোনিমো রুল্লি , ফ্রাংকো আরমানি

রক্ষণভাগ :– নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেইরো, গারম্যান পাৎজেল্লা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস টাগলিয়াফিকো, হুয়ান ফয়েথ

মধ্যমাঠ :- রদ্রিগো ডি পল, লিয়েন্দ্রো পারাদেস, এলেক্সিস ম্যাক এলিস্টার, গুইডো রদ্রিগেজ, আলেসান্দ্রো পাপু গোমেজ, এঞ্জো ফার্নান্দেজ, একেকুয়েল পালাসিওস

আক্রমণভাগ :- লিওনেল মেসি, পাওলো দিবালা, অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালভেজ, জোয়াকুইন কোরেরা

বিশ্বকাপের জন্য দল ঘোষণা আর্জেন্টিনার
FIFA World Cup 22: ১৯৫০ বিশ্বকাপে সুযোগ পেয়েও হেলায় হাতছাড়া করেছিল ভারত, কেন জানেন?
বিশ্বকাপের জন্য দল ঘোষণা আর্জেন্টিনার
FIFA World Cup 22: 'ইয়াসিন পুরস্কার' তথা 'গোল্ডেন গ্লাভস' জয়ী বিশ্বকাপের সেরা ৭ গোলরক্ষক

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in