
২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডে মুখোমুখি ব্রাজিল ও আর্জেন্টিনা। ভারতীয় সময় অনুসারে বুধবার ভোর সাড়ে পাঁচটায় বুয়েনস আয়ারসের এস্টাডিও মনুমেন্টাল স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। এখনও পর্যন্ত ১৩টি করে ম্যাচ খেলে আর্জেন্টিনার সংগ্রহ ২৮ পয়েন্ট এবং ব্রাজিলের সংগ্রহ ২১ পয়েন্ট।
আগামীকালের ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে ড্র করলেই ২০২৬ ফুটবল বিশ্বকাপের ছাড়পত্র পেয়ে যাবে লিওনেল স্কালোনির দল। অন্যদিকে আগামীকালের ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে ব্রাজিলের লক্ষ্য জয় ছিনিয়ে নিয়ে পরবর্তী ধাপের জন্য এগিয়ে যাওয়া।
আর মাত্র ১ পয়েন্ট পেলেই ২৯ পয়েন্ট নিয়ে গ্রুপের টপ সিক্সে পৌঁছে যাবে আর্জেন্টিনা। এখনও পর্যন্ত আর্জেন্টিনা ১৩ ম্যাচে ৯টি জয়, ১টি ড্র এবং ৩টি হার নিয়ে ২৮ পয়েন্টে দাঁড়িয়ে আছে।
ব্রাজিলের মুখোমুখি হবার আগে আর্জেন্টিনা গত ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে পরাজিত করেছে। অন্যদিকে ব্রাজিল ২-১ গোলে হারিয়েছে কলম্বিয়াকে।
আগামীকালের ম্যাচ ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে ১১৫ তম ম্যাচ। এর আগের ১১৪টি ম্যাচের মধ্যে ব্রাজিল জয়ী হয়েছে ৪৬ বার এবং আর্জেন্টিনা জয়ী হয়েছে ৪২ বার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন