

লাটভিয়ার পর এবার জিব্রাল্টারের বিরুদ্ধেও জয়ের ধারা অব্যাহত রাখলো মন্টেনেগ্রো। বিশ্বকাপের বাছাই পর্বে আজ জিব্রাল্টারকে ৪-১ ব্যবধানে পর্যুদস্ত করে গ্রুপ টেবিলের শীর্ষস্থান দখল করেছে তারা।
উয়েফা গ্রুপ-জি থেকে মন্টেনেগ্রোর ঘরের মাঠে মুখোমুখি হয়েছিলো দুই দল। ফিফা র্যাংকিং-এ ১৯৬ নম্বর দেশ জিব্রাল্টার প্রথম ম্যাচে নরওয়ের কাছে ৩-০ গোলে হেরেছিলো। অন্যদিকে মন্টেনেগ্রো লাটভিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে মাঠে নেমেছিলো। আর জয়ের ধারা বজায় রাখতে সক্ষম হলো ফিফা র্যাংকিংএর ৬৩ নম্বর দেশ।
প্রথমার্ধের ২৫ মিনিটে ফাটোস বেকুইরাজের গোলে এগিয়ে যায় মন্টেনেগ্রো। এর ঠিক পাঁচ মিনিট পরেই পেনাল্টি থেকে গোল করে জিব্রাল্টারকে সমতা এনে দেন রেসে স্টাইচে। তবে এরপর আর মন্টেনেগ্রোর কাছে পাত্তা পায়নি জ্যাক সার্জেইন্টের বাহিনী।
৪৩ মিনিটে মন্টেনেগ্রোকে লীড এনে দেন মার্কো সিমিক। এরপর দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে জার্কো টোমাসেভিক স্কোর লাইনে তৃতীয় গোলটি যোগ করেন। ম্যাচের ৮০ মিনিটে জিব্রাল্টার কফিনে শেষ পেরকটি পুঁতে দেন স্টিভেন জোভেটিক।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন