FIFA Ranking: পুরুষ, মহিলা দুই বিভাগেই ফিফা র‍্যাঙ্কিং-এ উপরে উঠে এল ভারত

ফিফার তরফ থেকে প্রকাশিত তালিকায় দেখা যায় সুনীলরা আছে ১০৪ নম্বরে। তাদের পয়েন্ট ১১৯৮.৬৫। সম্প্রতি ভারত ২৪.৬১ পয়েন্ট সংগ্রহ করেছে। ভারতের ঠিক আগেই আছে নিউজিল্যান্ড।
ফিফা র‍্যাঙ্কিং-এ ভারতের অবস্থান
ফিফা র‍্যাঙ্কিং-এ ভারতের অবস্থানছবি- ভারতীয় ফুটবল দলের ফেসবুক পেজ
Published on

ফিফা র‍্যাঙ্কিং-এ দু’ধাপ ওপরে উঠল ভারত। এর ফলে ১০৬ নম্বর থেকে ১০৪ নম্বর স্থানে পৌঁছালো ভারতীয় ফুটবল দল। পাশাপাশি ভারতীয় মহিলা ফুটবল দলও ৩ ধাপ ওপরে উঠে ৫৯ থেকে ৫৬ নম্বরে অবস্থান করছে।

AFC এশিয়ান কাপ কোয়ালিফায়ার রাউন্ডে দুরন্ত পারফর্ম্যান্সের ফল পেল ভারত। টানা তিন ম্যাচ জিতে শুধু গ্রুপ স্টেজে নয় তাঁরা ফিফা র‍্যাঙ্কিং-এও উপরে উঠে এল। এতদিন ভারত ছিল ১০৬ নম্বরে। বৃহস্পতিবার ফিফার তরফ থেকে প্রকাশিত তালিকায় দেখা যায় সুনীলরা আছে ১০৪ নম্বরে। তাদের পয়েন্ট ১১৯৮.৬৫। সম্প্রতি ভারত ২৪.৬১ পয়েন্ট সংগ্রহ করেছে। ভারতের ঠিক আগেই আছে নিউজিল্যান্ড। কিছুদিন আগেই কোস্টারিকার কাছে হেরে বিশ্বকাপে যোগ্য৭তা অর্জন করতে ব্যর্থ হয়। তাদের পয়েন্ট ১১৯৮.৯৬।

২০২১ সালের সেপ্টেম্বর মাসে ১১৮১.৪৫ পয়েন্ট নিয়ে ফিফা তালিকায় ১০৭ নম্বরে ছিল ভারত। ঐ বছরেই অক্টোবরে ১.৩০ পয়েন্ট অর্জন করে মোট ১১৮২.৭৫ পয়েন্ট পেয়ে ১০৬ নম্বর স্থানে উঠে আসে। তারপর নভেম্বর মাসে অন্য দেশের পতনের সুবাদে ভারত ১০৪-এ স্থান পায়। কিন্তু পাঁচ মাসের মাথায় দেখা যায় ৮.৭১ পয়েন্ট হারায় সুনীলরা। ফলে ১১৭৪.০৪ পয়েন্ট নিয়ে ফের ১০৬ নম্বর স্থানে নেমে যায়। তবে আবার ১০৪ নম্বরে উঠে আসায় সমর্থকরা বেশ খুশি হয়েছেন।

উল্লেখ্য, ফিফা র‍্যাঙ্কিং-এ প্রথমে আছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তাদের পয়েন্ট ১৮৩৭.৫৬। দ্বিতীয় স্থানে ১৮২১.৯২ পয়েন্ট নিয়ে আছে বেলজিয়াম। তৃতীয় মেসির আর্জেন্টিনা (১৭৭০.৬৫)। চতুর্থ ফ্রান্স (১৭৬৪.৮৫)। পঞ্চম স্থানে আছে হ্যারি কেনের ইংল্যান্ড। তাদের মোট পয়েন্ট ১৭৩৭.৪৬। অদ্ভুদভাবে সকলকে অবাক করে দিয়েছে জার্মানি। তারা বিশ্বতালিকায় প্রথম দশ থেকে ছিটকে গেছে। তাদের অবস্থান এখন ১১ নম্বরে।

ফিফা র‍্যাঙ্কিং-এ ভারতের অবস্থান
AFC Asian Cup: হংকং-এর বিরুদ্ধে গোল করে কিংবদন্তী পুসকাসের রেকর্ড স্পর্শ করলেন সুনীল ছেত্রী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in