
ইংলিশ এফএ কাপের সেমিফাইনালে টমাস টুখেলের চেলসি মুখোমুখি হচ্ছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির এবং রালফ হাসেনহাটলের সাউদাম্পটন মুখোমুখি হবে ব্রেন্ডন রজার্সের লিসেস্টার সিটির। ম্যান সিটি এবং চেলসির সেমিফাইনাল নিয়ে উত্তেজনার পারদ যে তুঙ্গে উঠবে তা বলার অবকাশ রাখেনা। লিসেস্টার সিটি বনাম সাউদাম্পটনের ম্যাচের দিকেও থাকবে ফুটবল প্রেমীদের চোখ।
চলতি মরশুমে দুরন্ত ছন্দে রয়েছে গার্দিওলার ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লীগের ক্রম তালিকায় শীর্ষস্থানে রয়েছে তারা। তবে ফ্র্যাঙ্ক ল্যামপার্ডের অগোছালো চেলসিকে অনবদ্য ভাবে বেঁধে ফেলেছেন টমাস টুখেল। ব্লুজদেরও বিজয়রথ অব্যাহত। টুখেলের অধীনে এখনও একটিও ম্যাচে হারের মুখ দেখতে হয়নি চেলসিকে। তাই গার্দিওলা বনাম টুখেলের দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে থাকবে সকলে।
অন্যদিকে চলতি মরশুমে ব্রেন্ডন রজার্সের অধীনে প্রিমিয়ার লীগ কাঁপাচ্ছে লিসেস্টার সিটিও। লীগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে তারা। যেখানে সাউদাম্পটন রয়েছে চতুর্দশ স্থানে। তাই সেমিফাইনালে অনেকটাই এগিয়ে থাকবে লিসেস্টার। আগামী ১৭ ই এপ্রিল অনুষ্ঠিত হবে দুই সেমিফাইনাল।
গত রাতে শেফিল্ড ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে শেষ চারের টিকিট পেয়েছে চেলসি। অন্য ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে লিসেস্টার। গত শনিবার এভারটনের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয় নিয়ে সেমিতে পৌঁছেছে গার্দিওলার সিটিজেনরা এবং একই দিনে বার্নেমাউথকে ৩-০ গোলে হারিয়ে এসেছে সাউদাম্পটন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন