FA Cup: ফের একবার অলরেডসদের কাছে হার মানলো ব্লুজরা, টাইব্রেকারে চেলসিকে হারিয়ে খেতাব জিতলো লিভারপুল

নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। ১২০ মিনিটে কোনো দলই গোলের মুখ খুলতে পারেনি। এরপর খেলা পৌঁছায় টাইব্রেকারে। সেখানেও প্রথম পাঁচ শটে দুই দলের স্কোরলাইন হয় ৪-৪।
এফএ কাপ  খেতাব জিতলো লিভারপুল
এফএ কাপ খেতাব জিতলো লিভারপুলছবি সৌজন্যে লিভারপুল এফসি ট্যুইটার হ্যান্ডেল
Published on

কারাবায়ো কাপের পর ইংলিশ এফএ কাপও ঘরে তুলে নিলো লিভারপুল। আর দুই খেতাব জয়ের লড়াইয়ে লিভারপুল হতাশা এনে দিলো চেলসিকে। ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে কারাবায়ো কাপের মতোই ১২০ মিনিটের হাড্ডাহাড্ডি ফুটবলের পর টাইব্রেকারে চেলসিকে হারিয়ে খেতাব জিতে নিলো লিভারপুল।

নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। ১২০ মিনিটে কোনো দলই গোলের মুখ খুলতে পারেনি। এরপর খেলা পৌঁছায় টাইব্রেকারে। সেখানেও প্রথম পাঁচ শটে দুই দলের স্কোরলাইন হয় ৪-৪। চেলসির হয়ে দ্বিতীয় শটটি অফ টার্গেট করেন সিজার আজপিলিকুয়েতা। অন্যদিকে শেষ শট নিতে গিয়ে গোল করতে ব্যর্থ হন লিভারপুল তারকা সাদিও মানে। সেনেগাল তারকার বল আটকে দেন চেলসি গোলরক্ষক মেন্ডি। অতঃপর খেলা পৌঁছায় সাডেন ডেথে। সেখানেই সাত নম্বর শটে ম্যাসন মাউন্টের বল আটকে দেন অ্যালিসন।

এই নিয়ে টানা তিন বার এফএ কাপের ফাইনাল থেকে শূন্য হাতে ফিরতে হলো ব্লুজদের। ২০২০ সালে আর্সেনাল, ২০২১ সালে লেস্টার সিটি এবং ২০২২ সালে লিভারপুলের বিপক্ষে হারলো তারা। এফএ কাপের ইতিহাসে এর আগে টানা তিন ফাইনালে হারেনি কোনো দল।

লিভারপুল ম্যানেজার য়ুর্গেন ক্লপ, অধরা এফএ কাপও জয় করে নিলেন। স্যার অ্যালেক্স ফার্গুসনের পর প্রথম ম্যানেজার হিসেবে চ্যাম্পিয়ন্স লীগ, প্রিমিয়ার লীগ, লীগ কাপ ও এফএ কাপ শিরোপা জেতার রেকর্ড গড়লেন তিনি। উল্লেখ্য চলতি মরশুমে এই চার শিরোপাই জেতার সম্ভাবনা রয়েছে ক্লপের সামনে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লীগের ফাইনাল খেলবে লিভারপুল। তবে প্রিমিয়ার লীগ জেতা এখন সম্পূর্ণ নির্ভর করছে ভাগ্যের ওপর।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in