

জোড়া আত্মঘাতী গোলে কপাল পুড়লো ম্যানচেস্টার ইউনাইটেডের। ইউরোপা লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৮৩ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ ব্যবধানে ড্র নিয়েই মাঠ ছাড়তে হলো রেড ডেভিলদের। ইউনাইটেডের হয়ে আত্মঘাতী গোল করে বসলেন টাইরাল ম্যালাসিয়া ও হ্যারি ম্যাগুয়ের।
ওল্ড ট্রাফোর্ডে সেভিয়ার বিপক্ষে এদিন শুরুতেই ২-০ গোলে এগিয়ে যায় ম্যান ইউনাইটেড। ১৪ মিনিটের মাথায় ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে প্রথম গোলটি করেন মার্সেল সাবিতজার। এর ঠিক সাত মিনিট বাদে আরও একটি গোল করেন এই অস্ট্রিয়ান ফুটবলার। সেভিয়া প্রথমার্ধে একপ্রকার পাত্তাই পায়নি।
দ্বিতীয়ার্ধেও দাপট জারি থাকে প্রিমিয়ার লীগ জায়ান্টদের। তবে নাটকীয় ভাবে ম্যাচের শেষ মুহূর্তে অঘটন ঘটে। ৮৪ মিনিটের মাথায় আত্মঘাতী গোল করে বসেন টাইরাল ম্যালাসিয়া। এখানেই শেষ নয়। নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা ইনজুরি সময়ে ফের আত্মঘাতী গোল করে ইউনাইটেড। এবার ইংলিশ ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ের। পুরো ম্যাচে দাপট দেখিয়েও তাই ২-২ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হলো এরিক টেন হ্যাগের দলকে।
অন্য ম্যাচে, স্পোর্টিং সিপিকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে নিজেদের এগিয়ে রাখলো জুভেন্টাস। রোমার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে ফেয়েনর্ড। বায়ার লেভারকুসেন এবং রয়েল ইউনিয়নের ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন