Europa League: টাইব্রেকারে রেঞ্জার্সকে হারিয়ে শিরোপা জয় আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের

১৯৯৬-৯৭ সালের পর প্রথমবার কোনো জার্মান দল জিতলো ইউরোপা লীগের খেতাব। চেলসি(২০১৮-১৯) এবং ভিয়ারিয়ালের(২০-২১) পর তৃতীয় দল হিসেবে উয়েফা ইউরোপা লীগে অপরাজিত থেকে খেতাব জিতলো এই জার্মান ক্লাব।
উয়েফা ইউরোপা লীগের শিরোপা জয় আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের
উয়েফা ইউরোপা লীগের শিরোপা জয় আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টেরছবি সৌজন্যে ট্যুইটার হ্যান্ডেল

টাইব্রেকারে রেঞ্জার্সকে হারিয়ে উয়েফা ইউরোপা লীগের খেতাব জিতলো আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। ১৯৯৬-৯৭ সালের পর প্রথমবার কোনো জার্মান দল জিতলো ইউরোপা লীগের খেতাব। পুরো টুর্নামেন্ট জুড়েই দাপট দেখিয়েছে ফ্রাঙ্কফুর্ট। চেলসি(২০১৮-১৯) এবং ভিয়ারিয়ালের(২০-২১) পর তৃতীয় দল হিসেবে উয়েফা ইউরোপা লীগে অপরাজিত থেকে খেতাব জিতলো এই জার্মান ক্লাব।

সেভিয়ার র‍্যামন সানচেজ পিজহুয়ান স্টেডিয়ামে হাইভোল্টেজ ফাইনালে স্কটিশ ক্লাব রেঞ্জার্সের মুখোমুখি হয় ফ্রাঙ্কফুর্ট। প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটের মাথায় আসে প্রথম গোল। জো আরিবো দুরন্ত গোলে এগিয়ে দেন রেঞ্জার্সকে। পিছিয়ে পড়ে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্ট।

রেঞ্জার্স অবশ্য বেশিক্ষণ লীড ধরে রাখতে পারেনি। ৬৯ মিনিটে রাফায়েল স্যান্টোস বোরের গোলে অক্সিজেন ফিরে পায় আইনট্রাখট। সমতা ফিরে পেয়ে জয়ের জন্য ঝাঁপাতে থাকে তারা। তবে প্রয়াস চালালেও নির্ধারিত ৯০ মিনিটে আর গোল আসেনি। এরপর খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেও দুই দল জয়সূচক গোলের দেখা পায়নি।

১২০ মিনিট খেলার পর নিয়ম অনুযায়ী ফল নির্ধারণের জন্য টাইব্রেকার অনুষ্ঠিত হয়। আর সেখানেই ত্রাতার ভূমিকা নেন ফ্রাঙ্কফুর্ট গোলরক্ষক কেভিন ট্র্যাপ। প্রথম তিনটি শটে দুই দলই গোল করে। রেঞ্জার্সের হয়ে চতুর্থ শট নিতে যান অ্যারন র‌্যামসে। তাঁর স্পট কিক আটকেই ফ্রাঙ্কফুর্টকে শিরোপা জেতান ট্র্যাপ। ফ্রাঙ্কফুর্ট পাঁচ পেনাল্টির পাঁচটিতেই গোল করে। শিরোপা জয়ী ফ্রাঙ্কফুর্টের পক্ষে ম্যাচের ফলাফল ১(৫) - ১(৪)।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in