১ জুলাই 'ফাইনালিসিমা ২০২২'-এ মুখোমুখি হচ্ছে ইউরো জয়ী ইতালি এবং কোপা জয়ী আর্জেন্টিনা

গত বছরের জুলাইয়ে ইংল্যান্ডকে হারিয়ে ইউরোপ সেরার মুকুট অর্জন করে রবার্টো মানচিনির ইতালি। ওয়েম্বলিতে টাইব্রেকারে ব্রিটিশদের হারিয়ে শিরোপা জেতে আজ্জুরিরা। এর আগে ইতালি ইউরো কাপ জিতেছিলো ১৯৬৮ সালে।
ফাইনালিসিমা ২০২২-এ মুখোমুখি হচ্ছে ইতালি এবং আর্জেন্টিনা
ফাইনালিসিমা ২০২২-এ মুখোমুখি হচ্ছে ইতালি এবং আর্জেন্টিনাফাইল ছবি সংগৃহীত
Published on

আগেই জানা গিয়েছিলো ইউরো জয়ী ইতালির মুখোমুখি হবে কোপা জয়ী আর্জেন্টিনা। এবার উয়েফার তরফ থেকে নিশ্চিত করা হলো আগামী ১ জুলাই ওয়েম্বলিতে অনুষ্ঠিত হবে ইউরো জয়ী বনাম কোপা জয়ীর 'ফাইনালিসিমা ২০২২'। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা উয়েফার তরফ থেকে এই ঘোষণা আসার পরেই মেসি বনাম কিয়েলিনির দ্বৈরথ দেখার জন্য দিন গুনতে শুরু করে দিয়েছে ফুটবল সমর্থকেরা।

গত বছরের জুলাইয়ে ইংল্যান্ডকে হারিয়ে ইউরোপ সেরার মুকুট অর্জন করে রবার্টো মানচিনির ইতালি। ওয়েম্বলিতে টাইব্রেকারে ব্রিটিশদের হারিয়ে শিরোপা জেতে আজ্জুরিরা। এর আগে ইতালি ইউরো কাপ জিতেছিলো ১৯৬৮ সালে। দীর্ঘ ৫৩ বছর পর কিয়েলিনির হাত ধরে ফের শিরোপা ঘরে তোলে ইতালি।

অন্যদিকে কোপা আমেরিকার ফাইনালে লাতিন আমেরিকার ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জেতে লিওনেল মেসির আর্জেন্টিনা। ১৯৯৩ সালের পর ফের লাতিন আমেরিকা সেরা হয় আলবিসেলেস্তেরা। অ্যাঞ্জেল ডি মারিয়ার একমাত্র গোলে দীর্ঘ ২৮ বছরের কোপা জয়ের খরা কাটায় লিওনেল মেসিরা।

গত বছরের কোপা জয়ী আর্জেন্টিনা এবার মুখোমুখি হচ্ছে গত বছরের ইউরো জয়ীর ইতালির। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে নির্ধারিত ৯০ মিনিটের জন্য। ৯০ মিনিটে খেলার ফলাফল নির্ধারিত না হলে টাইব্রেকারে নিয়ে যাওয়া হবে। এই ম্যাচে উপস্থিত থাকবেন উয়েফা এবং কনমেবল, দুই ফেডারেশনের দুই রেফারি।

ফাইনালিসিমা ২০২২-এ মুখোমুখি হচ্ছে ইতালি এবং আর্জেন্টিনা
FIFA RANKINGS: শীর্ষে বেলজিয়াম, চারে উঠে এলো আর্জেন্টিনা, ভারত কত নম্বরে?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in