Euro Cup Qualification: জোড়া গোল করেই যাত্রা শুরু অধিনায়ক এমবাপ্পের

দুই অর্ধ মিলিয়ে ৪-০ গোলের বড় জয় পায় ফরাসিরা। ইউরো কাপ বাছাইপর্বের অন্য ম্যাচে সুইডেনকে ৩–০ গোলে হারিয়েছে বেলজিয়াম। বেলজিয়ামের হয়ে একাই তিনটি গোল করেছেন রোমেলু লুকাকু।
নেদারল্যান্ডসকে ৪-০ গোলে হারালো ফ্রান্স
নেদারল্যান্ডসকে ৪-০ গোলে হারালো ফ্রান্সছবি - ফ্রেঞ্চ টিমের ট্যুইটার
Published on

অধিনায়ক হিসেবে অভিষেকের ম্যাচটা স্মরণীয় করে রাখলেন কিলিয়ান এমবাপ্পে। ইউরো বাছাইপর্বের হাইভোল্টেজ ম্যাচে নেদারল্যান্ডস পাত্তাই পেলো না ফ্রান্সের সামনে। ৪-০ গোলে ডাচদের ধরাশায়ী করলো লেস ব্লুজরা। ফ্রান্সের হয়ে জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপ্পে। গোল পেয়েছেন সহ অধিনায়ক আঁতোয়া গ্রিজম্যানও।

হুগো লরিস অবসর নেওয়ার পর এই ম্যাচেই ফ্রান্স পেয়েছে নতুন অধিনায়ক। অন্যদিকে, কাতার বিশ্বকাপের পর কোচ বদলেছে নেদারল্যান্ডস। ডাচদের ফুটবলে আবারও শুরু হয়েছে রোনাল্ড কোমান–যুগ। এমবাপ্পে এবং কোমান, দুজনেরই সামনে বড় চ্যালেঞ্জ ছিল গতরাতের ম্যাচে স্মরণীয় জয় তুলে নেওয়ার। এই লড়াইয়ে শেষ হাসি হাসলেন এমবাপ্পেই।

গতরাতে খেলা শুরুর ২ মিনিটেই এগিয়ে যায় ফ্রান্স। এমবাপ্পের বাড়ানো বল থেকে গোল করেন আঁতোয়া গ্রিজম্যান। এই গোলের ৫ মিনিট পর আবারও ফরাসিদের এগিয়ে দেন দায়ত উপমেকানো। প্রথমার্ধ শেষের আগে ৩-০ গোলে এগিয়ে যায় স্বাগতিক ফ্রান্স। ২১ মিনিটে অরেলিয়াঁ চুয়ামেনির পাস থেকে গোল করেন এমবাপ্পে।

প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে পড়া ডাচদের ফ্রান্স দ্বিতীয়ার্ধে কোনো সুযোগই দেয়নি কামব্যাক করার। দাপট দেখিয়েই জয় তুলে নেয় দিদিয়ের দেশঁ ব্রিগেড। দ্বিতীয়ার্ধে ডাচ গোলরক্ষক কয়েকটি দুর্দান্ত সেভ করে ফ্রান্সকে অনেকটা সময় অবশ্য আটকে রেখেছিল। তবে ৮৮ মিনিটের মাথায় দুর্দান্ত এক গোলে ডাচ গোলরক্ষককে পরাস্ত করেন এমবাপ্পে। দুই অর্ধ মিলিয়ে ৪-০ গোলের বড় জয় পায় ফরাসিরা।

ইউরো কাপ বাছাইপর্বের অন্য ম্যাচে সুইডেনকে ৩–০ গোলে হারিয়েছে বেলজিয়াম। বেলজিয়ামের হয়ে একাই তিনটি গোল করেছেন রোমেলু লুকাকু।

নেদারল্যান্ডসকে ৪-০ গোলে হারালো ফ্রান্স
আর্জেন্টিনার জার্সিতে টানা পাঁচ ম্যাচে গোল, ৮০০ গোলের মাইলফলক স্পর্শ মেসির

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in